আসুন সন্তানদের ভালো মানুষ হতে তাদের মনে সততার বীজ বপন করি তবেই আমাদের পরবর্তি ভবিষ্যৎ একটি সুন্দর সমাজ ব্যবস্থা পাবে ।
লিখেছেন লিখেছেন Dont Talk What You Dont Know ১০ সেপ্টেম্বর, ২০১৪, ১১:১৩:৫৫ সকাল
সব ক্ষেত্রেই বিচরন করতে ইচ্ছে করে । ছোটবেলা থেকেই যখন দেখতাম রাস্তায় পুলিশ তখন পুলিশই হতে ইচ্ছে করতো, যদি দেখতাম ট্রাক ড্রাইভারকে তখন মনে হতো ট্রাক ড্রাইভারই হই, কেন জানি শিল্পপতিও হতে ইচ্ছে করতো । কত যে স্বপ্নে রেল গাড়ির চালক হয়েছি তা বলাই যায় না ।মা বাবার শরীর একটু অসুস্থ্য হলেই ডাক্তার সেজে বসতাম সবসময় । হাস্যকর হলেও এটা সত্য বাসার কোন ইলেক্ট্রনিকস জিনিস নষ্ট হলেই নিজেকে ইজ্ঞিনিয়ারও সাজিয়েছি !কিন্তু কখনই মনে হতোনা আমি একজন ভালো বা খারাপ মানুষ হবো বড় হয়ে ।আমার পরিবারের শিক্ষাই আমাকে ভালো খারাপের পার্থক্য শিখিয়ে একজন সৎ নীতিবান মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে ।জানিনা কতটকু পেরেছি তবে নিজের অজান্তেই সকল দুর্নীতিকে মন থেকে ঘৃনা করি । বর্জন করি সকল দুর্নীতিবাজ মানুষদের ।সবার মনেই জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা চলে আসে আগে । এটা দোষের কিছু নয় বরং এর সাথে যদি পরিবার সহায়তা করে তবে তার সন্তান একজন নিষ্ঠাবান মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে । আসুন সন্তানদের ভালো মানুষ হতে তাদের মনে সততার বীজ বপন করি তবেই আমাদের পরবর্তি ভবিষ্যৎ একটি সুন্দর সমাজ ব্যবস্থা পাবে ।
বিষয়: বিবিধ
১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন