ভাই জানেন আমি নিজে মোটেই ভালো মুসলিম না কিন্তু আপনাদের কাছ থেকে ইসলামের কথা দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করেনা যখন দেখি ....

লিখেছেন লিখেছেন ঈনসাফ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৫:০০ সকাল

ভাই জানেন আমি নিজে মোটেই ভালো মুসলিম না কিন্তু আপনাদের কাছ থেকে ইসলামের কথা দ্বিতীয়বার শুনতে ইচ্ছা করেনা যখন দেখি - আপনারা এই বাহুল্য কাজগুলো নিয়মিত পাবলিককে দেখিয়ে দেখিয়ে পুনরাবৃত্তি করে যেতে থাকেন...

১।আপনি ক্রিকেট আর ফুটবল খেলা নিয়ে নাচানাচি করেন যখন আপনি জানেন এই ধরনের কমার্শিয়াল স্পোর্টস ইসলামে অবৈধ। হ্যাঁ, ক্ল্যাসিকেল ট্রেন্ডের স্কলারদের মতামত এটাই

২।হলিউড মুভি নিয়ে মাতোয়ারা হন, কিংবা অ্যানিমেটেড মুভি দেখে Inner Peace Inner Peace করেন অতচ এই এগুলো হাতে আঁকা ছবির নব্য কম্পিউটার সংস্করণ আর আপনি কি জানেন না যে যারা এরকম ছবি অঙ্কন করবে তাদের আল্লাহ্‌ এসব প্রতিকৃতিকে প্রাণ দিতে বলবেন কেয়ামতের দিনে!যারা কার্টুন দিয়ে ইসলাম প্রচার করেন বা পোস্টে কার্টুনের ব্যবহার করেন কিংবা দাড়ি হিজাবসহ দুই কপোত কপোতীর কার্টুন ছবি দিয়ে নিকাহ নিকাহ করেন তাদেরও এই কথাটা মাথায় রাখা উচিত। বিস্তারিত জানতে দেখুন এখানে

৩।হুদাই খাবারের ছবি পোস্ট করেন, @অমুক রেস্টুরেন্টে বসে আছি বা @তমুক গাছের ডালের মুরগীর ঠ্যাং চিবুচ্ছি ইত্যাদি।

৪।রাস্তার নোংরামির বর্ণনা রসিয়ে রসিয়ে বলে কিংবা ছবি দিয়ে তারপর ইসলামের হেকমত বর্ণনা শুরু করেন।

৫।আরব বাদশাহদের জালিম বলবেন কিন্তু তারসাথে একটা কোথাকার কোন প্রিন্সেসের বাজে একটা ছবি লাগিয়ে দেন আবার আপনারা নাকি মাদ্রাসা পাশ তালিবুল এলেম।

৬।জিহাদ জিহাদ করে কান্নাকাটি করেন আর কমেন্টে মুসলিমদের সাথে দুর্ব্যবহার করেন, গালাগালি করেন কিংবা ট্যাগ দিয়ে বলেন "কি জানেন আপনে?আরও পড়াশুনা করে তারপর আইসেন"।আর বিশাল শিক্ষিত আরেক দল আছে পোস্টে ভিন্নমত পেলেই তাকে ধরে চোস্ত ইংরেজিতে নাস্তানাবুদ করেন।

৭।সেকেন্ডে সেকেন্ডে ভাইরাসের মত "আমি মনে করি" এরকম পোস্ট দেন কিংবা আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা IBA Alumni সেটা চামচুমে বুঝিয়ে দেন।

৮।সারারাত ফেসবুকে অনলাইন দাওয়াতি(!) কাজে থেকে ফজর পড়ে ঘুম দেন ১০-১১ টা পর্যন্ত।স্বামী হলে অফিস থেকে ফিরে বাসায় সময় দেন না আর ঘরের স্ত্রী হলে সকালে অফিসে যাওয়ার আগে স্বামীর নাস্তাটাও দেননা।

৯।নিজেকে "The Chosen One" মুসলিম মনে করে বাকিদের বলেন খারিজি অতচ ঘন্টার পর পর ঘন্টা i ফোন, ক্যামেরা আর সাইকেল নিয়ে গপ্পো করতে আপনার কিছুই লাগেনা। অন্যদের সাথে এমনভাবে কথা বলেন যেন আপনি নিজে জান্নাতে এক পা দিয়ে নিচু শ্রেণীর কারো সাথে কথা বলছেন।দু একটা আরবের শাইখের নাম জেনেই "This is misguidance, He is Mubtadi, Those are People of Innovation, They are Deviants " বলে কষে লেকচার আর লিঙ্ক পেস্ট করা শুরু করেন।

১০। নিজের দলের/ট্রেন্ডের স্কলার বা অনুসারীদের জন্য যে শিথিলতা বা Benefit of Doubt দেন তা অন্য মুসলিমদের জন্য দেন না।

১১। গায়রে মাহরাম বিশেষ করে অবিবাহিত গায়রে মাহরামদের পোস্টে অযাচিতভাবে কমেন্ট বা লাইক করা যদিও সেখানে ইসলাম বা তার ব্যক্তিগত কোন সম্পর্ক নাই।শুধুমাত্র অনলাইনের উপর ভর করে বিয়েশাদী বা অন্য কোন অহেতুক উদ্দেশ্যে অপরিচিত মানুষের সামনে ভালো সাজার কোন ব্যক্তিত্বসম্পন্ন মুসলিমের কাজ না।

আর বললাম না, আম পাব্লিকের উদ্দেশ্যে এই কথাগুলা বলা হয়নি, যারা ইসলাম নিয়ে বাৎচিত বেশি করেন তাদেরকেই বলা হয়েছে ইঙ্কলুডিং মি !আমরা অনেকে বিভিন্ন আকাজ করি কিন্তু সেটা ইন পাবলিক ফ্ল্যাশ করাটা আরও বড় ধরনের বাজে কাজ আর in general public perception এ আমরা হয়ে যাই Hypocrite ! ১০০% ইসলাম মেনে চলতে কেউ পারেও না দাবিও করেনা, কিন্তু শুধু বললাম যে যখন আপনি দাঈ আর আমি শ্রোতা তখন এই ধরনের ত্রুটি গুলোর ইচ্ছাকৃত প্রকাশ দাঈ হিসেবে আপনার ভাবমূর্তি নষ্ট করে দেয়।আর উপরের Traits গুলা থেকে আমি যে নিষ্কলুষ এটা তো বলি নাই।আমিসহ সবার জন্যই রিমাইন্ডার।আর আমি নিজে যে মোটেই ভালো মুসলিম না সেটা আমি শুরুতেই স্বীকার করেছি।

বিষয়: বিবিধ

১৪৪৬ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266249
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৪৬
কাহাফ লিখেছেন : ব্যক্তির পরিশুদ্ধতার জন্যে নিজের ত্রুটিগুলো খুজে বের করতে হবে,এর জন্য অপরের সাহায্য অবশ্যই প্রয়োজনীয়।এ ব্যাপারে আপনার উপস্হাপিত বিষয় গুলো কাজে আসবে।
তবে--
নিজে কে ভন্ড জাহির করায় কোন কেরামতি আছে কোথাও যায় না।
অনেক অনেক ধন্যবাদ .........।
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
209952
ঈনসাফ লিখেছেন : সেটা হয়ত ঠিক, কিন্তু এসব লেখে যখন নিজের দিকে তাকাই তখন নিজেকে হিপোক্রিট ছাড়া আর কিছু মনে হয়না, সে দিক দিয়ে ভন্ড টার্মটা কিছুটা লঘুই মনে হয়।
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৪
209958
ঈনসাফ লিখেছেন : ভণ্ডকে পাল্টিয়ে "ভালো মুসলিম না" করে দিলাম। জাযাকাল্লাহু খাইরা
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫২
209962
কাহাফ লিখেছেন : আপনাকেও অনেক শুভেচ্ছা ও কাযাকল্লাহু খাইরান ভাই.........Good Luck Good Luck
266260
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫২
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সুন্দর লিখেছেন,
এটা্ও একটা মারাত্নক ব্যধি আল্লাহর জন্য ইবাদত করতে যায়, আর ওখানে গিয়ে ফটো তুলে ফেসবুকে ছাড়ে।
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৮
209965
ঈনসাফ লিখেছেন : ভালো পয়েন্ট তুলে ধরেছেন, আসলে শয়তান এভাবেই আমাদের মুল্যবান সময় নষ্ট করে। জাযাকাল্লাহু খাইরা
266367
১৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩২
210125
ঈনসাফ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরা
266371
১৮ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
ইসলামী দুনিয়া লিখেছেন : আমি ভাবছি ধমান্ধ মুসলিম নিয়ে একটা পোষ্ট দিবো। ইসলাম ধর্মের গাইডলাইন্স হচ্ছে কোরআন ও হাদীস। কোরআন ও সহিহ হাসীসকে চোখ বন্ধ করে মানতে হবে। এটাকেই মডারেটরা ধমান্ধ বলে গালি দেয়।
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৩৩
210126
ঈনসাফ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরা
266429
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:২৩
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল বলেছেন। ধন্যবাদ আপনাকে Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
210629
ঈনসাফ লিখেছেন : জাযাকাল্লাহু খাইরা
266934
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৬
আহ জীবন লিখেছেন : ভাল বলেছেন। ভালো লেগেছে। আমাদের উচিৎ চিন্তা চেতনায় মৌলিকের মৌলিকত্ব এর ভিতর ডুব দেওয়া। না হয় স্ব বিরোধিতায় ভুগতে থাকবো।
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
215812
ঈনসাফ লিখেছেন : বারাকাল্লাহু ফিক
271704
০৫ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying


কি আশ্চর্য! আপনার পোস্ট/ আপনি আমার দৃষ্টি এড়িয়ে গেছেন দেখে আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে At Wits' End At Wits' End

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১৯ নভেম্বর ২০১৪ রাত ০৯:৩০
229330
ঈনসাফ লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহী ওয়া বারাকাতুহু।

এতদিন পর আপান্র মন্তব্য পড়ে আমার অনুভুতিও তাই Happy

আল্লাহ আপ্নাকেও উত্তম প্রতিদান দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File