প্রতিবন্ধীর গল্প
লিখেছেন লিখেছেন চালাক ১৯ অক্টোবর, ২০১৪, ০৭:০০:০৪ সন্ধ্যা
প্রতিবন্ধী শব্দের আভিধানিক অর্থ ব্যপক, মানুষ সহ প্রাণী জগৎ এর সকল প্রাণীর মধ্যেয় প্রতিবন্ধী ছিল আছে থাকবে এটাই নিয়ম । প্রতিবন্ধী যে কত প্রকারের আছে আল্লাহ ভালো জানেন আমরা সাধারণত শারীরিক প্রতিবন্ধকতার কারনে মানুষ এবং অনান্য প্রাণীদেরকে প্রতিবন্ধী বলে থাকি
একজন মানুষের যেকুনো অঙ্গ হীনতার নাম করে আমরা বলি যেমন মিজান সাহেব অন্ধ তাই (মানবাধিকার কমিশনের চেয়ারম্যান) উনি দৃষ্টি প্রতিবন্ধী ,সরাকারের সেবা দান কারি গনমাধ্যম গুলু কথা বলার ক্ষমতা নাই তাই ওরা হছে বাক প্রতিবন্ধী আবার শিয়াল মামার লেজ নাই তাই শিয়াল মামাকে আমরা লেজ প্রতিবন্ধী না বলে ল্যংটা মামা বলি ।
যদিও মানুষের আর পশুর প্রতিবন্ধী শব্দের আভিধানিক অর্থে সমান কিন্তু মানুষের এবং পশুর মধ্যে পার্থক্য কেবল মানুষ হাবাবোবা হলে থাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে আর পশু হাবাবোবা হলেও বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়না কারন পশু মানুষের বুদ্ধি কাছে সব সময় পরাজিত ।
বাংলাদেশে মোট প্রতিবন্ধী সংখ্যা বালা কঠিন সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ১৭ মিলিয়ন প্রতিবন্ধী আছে যা বাংলাদেশের জনসংখ্যার ১০% । সরকারী হিসাবে গড়মিল থাকা স্বাভাবিক গড়মিল নাথাকা অস্বাভাবিক । এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা আলাদা ভাবে বলা হয় নাই ।
Defining disability : who have long-term physical, mental, intellectual or sensory impairments. বাংলাদেশের মোট কতটা পশু প্রতিবন্ধী আছে তা বের করতে হলে সংবিধান সম্মত ভাবে শেখ হাছিনাকে উপদেষ্টা করে একটি কমিটি ঘটন করা যেতে পারে ।
বাংলাদেশ থেকে বেরহয়েছি বহু বছর পুর্বে কিন্তু পত্রপত্রিকার মাধ্যমে এবং ফেইসবুকের মাধ্যমে বাংলাদেশর যে অবস্তা তাথে মনে বাংলাদেশে ১০% মানুষ নয় ৯৮% বাংলাদেশি প্রতিবন্ধী ।
মানুষ যখন সফল এবং ব্যর্থতার সংজ্ঞা উপস্তাপনকরে তখন মনেহয় বাংলাদেশে কোন সুস্থ মানুষ নাই সবাই আমরা প্রতিবন্ধী, অথবা জাতি হিসাবে আমরা প্রতিবন্ধী ।
সফল শিক্ষামন্ত্রী : বাংলাদেশের সর্বকালের ব্যর্থ একজন শিক্ষামন্ত্রীকে কি করে সফল শিক্ষামন্ত্রী বলা হয় আমার মাথায় আসেনা । বাংলাদেশে প্রাইমারি স্কুলের প্রশ্ন পত্রথেকে শুরু করে সর্বচ্ছ পর্যায় পর্যন্ত প্রশ্ন পত্র ফাঁসের যে উৎসব বাংলাদেশ দেখেছে এই সফল শিক্ষামন্ত্রীর আমলে! । সফল শিক্ষামন্ত্রী ! ভাল লোক ছিল ভদ্র ছিল যখন উনি বাম ছিল কিন্তু আওয়ামীলীগে এসে উনিও যেন খাটি আওয়ামীলীগ হয়েগেছেন।
প্রায়ই ফেইসবুকে ছাত্রলিগ ও প্রবাসীদের কল্যাণে দেখা যায় শিক্ষামন্ত্রী দাত বের করে অট্ট হাসি দিয়ে ছবিতে পোজ দিতেছে আর ছবির নিছে ক্যপশনে বড় অক্ষরে লেখা সফল শিক্ষামন্ত্রী ! কাদবো না হাসবো বুঝে উঠতে পারতেছিনা । নাহিদ সাহেবের প্রতিবিন্ধী অনুসারিরা কি সফল্যের সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছেন ।
অনেক দিন থেকে জনাব সফল শিক্ষামন্ত্রী বুদ্ধি করে চাপা পিটিয়া আসিতেছিলেন এবং উনার প্রতিবিন্ধী অনুসারিরাও উনার হাসি মার্কা ছবি দিয়া সফল শিক্ষামন্ত্রী হিসাবে প্রচার করতে ছিল , কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর সরকার পন্তী বুদ্ধিজিবী থেকে শুরু সচেতন নাগরিক বৃন্দ যখন শিক্ষার মান নিয়ে প্রশ্ন উটালেন আসিফ নাজরুল উনাকে উম্মাদ উপাধি দিয়েছেন।,তখন যেন সবাই নড়েচড়ে বসলেন ।নড়লনা কেবল উনার এলাকার লোক ।
উনি এখনও দাত বাহির করে হাসি মারতেছেন আর উনার প্রতিবিন্ধী অনুসারিরা এখনও সফল শিক্ষামন্ত্রী বলে প্রচার করতেছে ।
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন