দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়

লিখেছেন লিখেছেন চালাক ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৫:২৫ রাত



প্রথম দৃশ্য ঃ

২৮ ফেব্রয়ারী ২০১৩ বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন যে দিন একজন ব্যক্তির জন্য বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যাক মানুষ তাদের জীবন দিয়েছে এই দিন । দেলাওয়র হোসাইন সাঈদীর রায় ঘোষনা হয়ছিল ঐ দিন । পুলিশ সহ প্রায় ২০০ জন লোকের জীবন চলে গেছিল কিন্তু আমার কাছে এখনও রহস্যময় মনে হয় । একজন মানুষের জন্য ? ২৮ ফেব্রয়ারী ২০১৩ সাধারন মানুষের মধ্যে দুটা ভাগ দেখা যায় এক পক্ষ বলে দেলাওয়র হোসাইন সাঈদীর ফাসির রায় ঘোষনা মিথ্যা আভিযোগে ভিত্তিতে তাই হরতাল ,ভাংচুর ও মিছিল মিটিং করতেহবে এ জন্য জীবন গেলে শহীদ হবো আর শহীদ হলে জানাত পাওয়া যাবে , মুসলমানের জিবনের কামনা একাটা জানাত বা বেহেস্থয় । আর ২য় পক্ষ বলে দেলাওয়র হোসাইন সাঈদী মুক্তি যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরধ করেছেন তাই দেলাওয়র হোসাইন সাঈদীর উনার প্রাপ্য হছে মৃত্যুদণ্ড এর বিরোধিতা কেউ করলে তারাও রাজাকার এবং রাস্থায় মিছিল মিটিং করলে পুলিশ গুলি করবে এর জন্য দেলাওয়র হোসাইন সাঈদীর আনুসারীরা মারা গেলে কোন সমস্য নাই । ২য় পক্ষ ১ম পক্ষকে মানুষ হিসাবে বিবেচনা করেনা । ২৮ ফেব্রয়ারী ২০১৩ এর ঘটনায় দেলাওয়র হোসাইন সাঈদীর আনুসারীরা একটা পক্ষ ছিল আর অন্য পক্ষে ছিল দেলাওয়র হোসাইন সাঈদীর বিরোধী পক্ষ । একপক্ষ বিচারকদেরর বিপক্ষে বিচার প্রক্রিয়ার বিরোধি , এবং সরাসরি সরকার ও হাসিনার বিরোধে । অন্য পক্ষ বিচারকদেরর পক্ষে , বিচার প্রক্রিয়ার পক্ষে এবং সরাসরি সরকার ও হাসিনার পক্ষে। সামাজিক মাধ্যমে একপক্ষ অন্য পক্ষকে অভিযুক্ত করে ঝড় তুলেছিল। কিন্তু দুপক্ষের মধ্যে একটা বিষয় মিল ছিল তারা যা করতেছিল তা অন্ধবিশ্বাস নিয়ে করতেছিল ।

দ্বিতীয় দৃশ্য ঃ

১৭ সেপ্টেম্বর ২০১৪ বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ দিন কারন এই দিনে বাংলাদেশের সুপ্রিম কোরট এমন একটি আজগুবী রায় ঘোষনা দিয়েছে যার জন্য বাদী বিবাদী দুপক্ষই হতাশ । সরকার পক্ষ বলতেছে আদালতের রায় সবাইকে মেনে নিতে হবে এ রায় সঠীক, তাহলে ২৮ ফেব্রয়ারী ২০১৩ দেলাওয়র হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড এর রায় কি ভূল ছিল ? যদি ২৮ ফেব্রয়ারী ২০১৩ এর রায় ভূল হয় তাহলে ২০০ জন তাজা প্রানের মুল্য কে দিবে বিচারক না মুল কারিগর হাসিনা,যার লিখিত রায় বিচারকরা পড়ে শুনিইয়েছিলেন। উত্তর কেউ দিতে পারবেনা । আমি যদি বিচারক হই কোন দিন তাহলে হাসিনা ও তার সহযোগী বিচারকদের ২০০ টা তাজা প্রান হত্যার জন্য ফাসির ব্যবস্থা করবো। সরকার পক্ষ আদালতের রায় মেনে নিয়েছে কিন্তু শাবাগ মুভমেন্ট সহ বামপন্তীরা কোন অবস্তায় এ রায় মেনে নিতে পারতেছেনা বিষেশ করে তরুন প্রজন্ম!! এ রায় মেনে নিতে পারতেছেনা তার এর জন্য শেখ হাসিনাকে এবং বিচারকদের দায়ী করতেছে । সামাজিক মাধ্যম বিষেশ করে ফেইসবুক এবং অনলাইন পত্রিকা গুলো হাসিনা ও বিচারকদের গুশটী উধার করে ছাড়তেছে আমি মনে করি তরুন প্রজন্ম!! যে দাবি করতেছে তাতে তার ভিত্তি আছে কারন দেলাওয়র হোসাইন সাঈদীর আনুসারীরা প্রথম থেকে হাসিনা ও বিচারকদের দায়ী করে আসতেছে আর এখন বামপন্থীরাও বলতেছে হাসিনা ও বিচারকরা দায়ী তাই বলি যদি বিচারের বাদী বিবাদী দুপক্ষই যদি বিচারের রায় মানতে নারাজ বা বিচারের রায়কে ভুল রায় হিসাবে প্রচার করে তাহলে বুজতে হবে ২৮ ফেব্রয়ারী ২০১৩ তে যে রায় দেওয়া হয়েছিল তা ছিল উদেশ্য প্রনীত এবং ভুল রায় আজ আবার ১৭ সেপ্টেম্বর ২০১৪ যে রায় দেয়া হয়েছে তা ও উদেশ্য প্রনীত এবং ভুল রায়। এই ভুল রায়ের কারনে জামায়াতে ইসলাম ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে , যে হরতালের প্রজনীয়তা বা গ্রহনযোগ্যতা নিয়ে প্রশ্ন করবনা , ব্যতিত হবো যদি শুনি ,ভাংচুর ও প্রানহানী ঘটেছে। কিন্তু ব্যতিত হবনা যদি শুনি শেখ হাসিনা এবং অবৈধ বিচারপতিদের জনসমুখে বিচারের মাধ্যমে ফাসি বাস্তবায়ন করা হয়

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266485
১৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:১১
রাজিবুল হাসান লিখেছেন : ভাল লাগল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File