প্রধান বিচারপতি শেখ হাসিনা
লিখেছেন লিখেছেন চালাক ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪০:০৫ সকাল
বাংলাদেশ সংসদে নতুন আইন প্রনয়ন করা হচ্ছে যে আইনে নাকি বিচারকদের অপসারন করতে পারবে সংসদ , বাংলাদেশের জনগন এতে অবাক হয়ছে মনে হয়নি , কারন বাংলাদেশ হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যেখানে মন্ত্রী প্রধান থেকে শুরু করে সকল কিছুর প্রধান হচ্ছেন বিচারপতি হাসু বেগম , প্রধান পাগল ঃ হাসিনা। প্রধান মিথ্যাবাদী : হাসিনা ।প্রধান চাপাবাজ ঃহাসিনা ,প্রধান অভিনেত্রী হাসিনা , প্রধান খুনি হাসিনা , হাসিনার একটি মাত্র পদ ছিল বাকি আর ।সেই পদ পাওয়ার জন্য পাগলী মহিলা বাংলাদেশের সংসদ কে ব্যবহার করে এ পদ নিজের করে নি্তে চাইছিল বেওকুব বিচারপতিদের এত দিন গরু ছাগলের মতো ব্যবহার করে এখন বিচারপতিদের নাকে রশি লাগিয়ে পাগলা ঘোরা দেবে , বিচারপতিরা বাবারা এতদিন সাধারন জনগনের সাথে অবিচার করেছ এখন হাসিনা তুমাদের সাথে অবিচার করবে তৈরি থাক। এ দিন বেশি দূরে নয় যে দিন বিচারপতিরাও শেখ হাসিনা কে প্রধান বিচারপতি সম্বোধন করতে হবে ।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন