ফিরে পাবে কি তুমি সেই সাঈদীকে???
লিখেছেন লিখেছেন আমরা স্বাধীন ২১ নভেম্বর, ২০১৪, ০৮:৪৩:১৩ রাত
৪৮টি বছর পেরিয়ে গেলো আজো মিশরের জনতার ভাগ্যে জোটেনি দ্বিতীয় সায়্যেদ কুতুব। আল্লাহ না করুক! যদি জালিমের কারাগারে সাঈদী সাহেবের হায়াত শেষ
হয়ে যায়, ও বাংলার মুসলমানেরা তোমরা কি আর ফিরে পাবে সেই সাঈদীকে।
রাতের ঘুম হারাম করে যার তাফসীর শোনতে বসে থাকে লক্ষ লক্ষ জনতা, যিনি দেশ থেকে দেশান্তরে,, জীবনের মায়া তুচ্ছ করে,, প্রচার করেছেন আমাদের মাঝে আল কোরআনের কথা, সারা দুনিয়ায় যার কারণে ৫০হাজারের বেশি বির্ধমী হয়েছে মুসলমান, যার হাতে হাত রেখে বাংলার মাটিতে ৬০০০ এর বেশি ব্যক্তি এনেছে ইমান, ইসলামী অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি তথা আল কোরআনের তাফসীরের উপর
যার অকল্পণীয় দক্ষতা,
যিনি লাল সবুজের দেশের সকল আলেমের মাথা, যিনি কোটি কোটি জনতার হ্রদয়ের স্পন্দন,, আমাদের মাঝে কোরআন প্রচারের অপরাধে করেছেন যিনি শত নির্যাতন বরণ. আল্লাহ না করুক যদি কারাগারে হায়াত শেষ হয়ে যায়,,
সে ক্ষতি আর পূরণীয় নয়,,
বলো পাবে কি আর কখনো সেই কোরআনের পাখিকে ফিরে,,
তাই যে বুকের রক্ত আরো ঢেলে দিবো মোরা সাঈদীরই তরে"
হে আল্লাহ!!!
জালিমকে তুমি ধ্বংস কর,
সাইদী সাহেবকে হেফাযত কর, তাহার হায়াতে বরকত দান কর।
বিষয়: বিবিধ
১২১১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে আমাদের আরজি আল্লাহর কাছে আল্লাহ যেন আল্লামা সাঈদীকে আমাদের মাঝে পিরিয়ে দিন।এই কামনা করি।।।
অন্যায় করে পরে ভাল মানুষ সেজে গেলেও বান্দার সাথে কৃত অন্যায় বান্দা মাফ না করলে আল্লাহ স্বয়ং তা মাফ করবেন না ।
জামায়াতকে তাদের এই ফাঁপা অহংবোধই ধ্বংস করে দেবে - ইহকালেও এবং পরকালেও।
মন্তব্য করতে লগইন করুন