এক ছেলে তার বাবাকে বলছে........
লিখেছেন লিখেছেন আমরা স্বাধীন ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৪৮:১৬ দুপুর
এক ছেলে তার বাবাকে বলছেঃ-
সামনের মাসে আমার পরীক্ষার ফলাফল দিবে । আমি A+ পাইলে আমাকে একটা মটর বাইক কিনে দিতে হবে । পরীক্ষা যে দিন শেষ হয় তখন ছেলে খুব খুশী হয়ে বাবার কাছে এসে বলছে বাবা আমি A +পেয়েছি। এইবার কিন্তু আমাকে বাইক একটা কিনে দিতেই হবে।
বাবা বললেন: আমি তোমার উপহার তোমার পড়ার টেবিলের উপর রেখে এসেছি। ছেলে গিয়ে দেখল একটা বাক্স। ছেলে ভাবতে লাগল এটাতে চাবি আছে। কিন্তু খুলে দেখে এর ভেতরে একটা কোরআন শরীফ। ছেলে রাগ করে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। এবং কয়েকদিন পরেই বিদেশে চলে গেল পড়ালেখা করার জন্য।
বিদেশ যাওয়ার পর বাবার সাথে কোন যোগাযোগ করে নাই ছেলেটা। কয়েক বছর পর এদিন কল আসল ছেলেটির কাছে জানতে পারল বাবা খুব অসুস্থ। কিন্তু ছেলেটি বাবাকে দেখতে যায়নি।
কয়েকদিন পর ছেলেটির কাছে আরেকটি কল আসে, জানতে পারল তার বাবা মারা গেছেন। বাবা'র মারা যাবার পর ছেলেটি দেশে আসে কারণ ঘরবাড়ি সব তার নামে করে দিয়ে গেছেন তার বাবা এবং এই-সবকিছু তাকেই দেখাশোনা করতে হবে। তারপর একদিন ছেলেটির তার বাবা কথা মনে পড়ল এবং বাবার ঘরে গিয়ে কাঁদতে লাগল। হঠাৎ দেখল তার বাবার পড়ার টেবিলের উপরে রাখা সেই বাক্স, যে বাক্স তার বাবা তাকে দিয়েছিলেন উপহার হিসেবে ছেলে ওজু করে এসে কোরআন শরীফটা হাতে নিলো এবং পড়া শুরু করল। হঠাৎ করেই কোরআন শরীফের ভেতর থেকে একটা চাবি পড়ল।
ছেলেটি পাতা উল্টানো শুরু করল এবং একটা চিঠি পেল, যেখানে লিখা ছিল:
বাবা আমি অনেক খুশী যে তুমি A +পেয়েছ। আমি চাইব তুমি আল্লাহ'র পরীক্ষাতেও এই ভাবে A+ পাও। আর এই চাবিটা হচ্ছে তোমার নতুন মটর-বাইকের চাবি, আমাদের গ্যারেজে রাখা আছে তোমার নতুন বাইক। ছেলেটির চোখে জল চলে আসলো। ছেলেটি গ্যারেজে গেল এবং দেখতে পেল তার সবচেয়ে পছন্দের বাইক সেখানে রাখা।
মোরালঃ কিছু শিখতে চাইলে শেখার চেষ্টা করতে হবে । যেমনঃ আমরা প্রায়ই আল্লাহর দেয়া অনেক কিছুই গ্রহন করি না। কারণ আমরা যেভাবে চাই সেভাবে আল্লাহ আমাদেরকে দেন না । অথচ তার মধ্যেই আছে আমদের জন্য কল্যাণ তা আমরা ভুলে যাই।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
"নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভররূপে সৃষ্টি করেছি।"
"Verily We have created man into toil and struggle." (আল-কুরআন, সূরা-৯০, আয়াত-৪)।
জাজাকাল্লাহু খাইরান।
মন্তব্য করতে লগইন করুন