আমেরিকা বললে দেশ দখল, ভারত বললে সহযোগিতা
লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ২২ জুলাই, ২০১৬, ০৬:৪৫:০৮ সকাল
জঙ্গি ও সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অংশীদার হিসেবে দেখে মন্তব্য করে দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, বাংলাদেশ যাতে এই সংকট থেকে বেরিয়ে আসতে পারে সেজন্য সহযোগিতা করছে তার দেশ। বাংলাদেশকে দখল করার কোন মনোভাবই যুক্তরাষ্ট্রোর নেই। জঙ্গি হামলা প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করার বিষয়ে বার্নিকাটের এমন মন্তব্য নিয়ে বৃহস্পতিবার পার্লামেন্ট ছিল উত্তপ্ত। যুক্তরাষ্ট্র সহযোগিতা দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পার্লামেন্টে বলেন, বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র। এই রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী। তারাই আজ জঙ্গি দমনের নামে বাংলাদেশ দখল করতে চায়।
এদিকে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বলেন, এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট যেভাবে বক্তব্য দিয়েছেন তা বলা উচিত হয়নি। কারণ তাদের দেশেও তো জঙ্গি হামলা ও সন্ত্রাসী হামলা হচ্ছে। হত্যাকা-ের ঘটনার ঘটছে। বাংলাদেশের তুলনায় গত বছর আমেরিকায় ১০ ভাগ হত্যাকা-ের ঘটনা ঘটেছে। আর সেই রাষ্ট্র সন্ত্রাস দমনে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়।
এ দিকে বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ভারতের মধ্যে বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বাংলায় ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
বাংলাদেশকে সহায়তা করতে ভারত সদা-সর্বদা প্রস্তুত আছে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, আপনাকে আমি আবারো এ আশ্বাস দিচ্ছি যে, আপনাকে সহায়তা করতে ভারত সদা-সর্বদা প্রস্তুত। এসময় নরেন্দ্র মোদি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাই-বোনদের অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি বাংলায় বলেন, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আমার নমস্কার। আজ থেকে আমাদের দুই দেশের মধ্যে আদান-প্রদান আরো সহজ হবে। আমরা আরো কাছাকাছি এলাম। এই শুভ অনুষ্ঠানে সবাইকে জানাই অভিনন্দন।
এরপর হিন্দি ভাষায় দেয়া বক্তব্যে শেখ হাসিনার নেতৃত্বের
প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের এ লড়াইয়ে আপনি নিজেকে কখনো একা ভাববেন না, ভারতের পূর্ণ সমর্থন আপনার সাথে আছে।
আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটাও আশ্বাস দিতে চাই যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আপনার এই যে লড়াই তাতে ভারত আপনাকে সব ধরনের সহায়তা দিতে সব সময় প্রস্তুত। মাননীয়, আমরা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি, যেখান শুধু আমাদের চ্যালেঞ্জগুলোই এক নয়, আমাদের বিকাশের পথও একসঙ্গে জড়িত।
সুতরাং ভারত করলে সহযোগিতা , ভিন্ন দেশ করলে দখল প্রচেষ্টা। আওয়ামী লীগ করলে দেশ প্রেমের চেতনা , বিরুধী দল করলে রাজাকারী।
বিষয়: বিবিধ
১৩১১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন