জামায়াতে ইসলামীর করণীয়
লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ১৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:০১:২৭ রাত
আ' লীগের মত একটি সনাতন রাজনৈতিক দল কিভাবে মনে করে প্রতি পক্ষ দলের কিছু শীর্ষ নেতাদের জুডিশীয়াল কিলিং এর মাধ্যমে একটি রাজনৈতিক দলকে বিলুপ্তকরা যাবে , তারা মনে করেছে জামায়াত ইসলামী বা ইসলামী ছাত্রশিবির কোন ক্লাব বা সমিতির নাম যা গুড়িয়ে দিলে নিঃশেষ হয়ে যাবে , তাই যদি মনে করে আ' লীগ বোকার স্বর্গে বসবাস করছে। অপর দিকে জামায়াত ইসলামীর মত একটি বিচক্ষণ রাজনৈতিক দল কেনই বা শুধু শুধু তাদের ফাঁদে পা দিচ্ছে- কারণ এ দেশের ৯৫% জনগণ জানে (আ'লীগ ছাড়া) যে এ সরকার জনগনের সরকার নয়, শুধু আ' লীগের সরকার। সুতরাং তারা যা করবে তাদেরকে রক্ষা করার জন্য করবে যেমন- সংবিধান ,আইন শৃংখলা বাহিনী ,আদালত এসব কিছুই তাদের ডিফেন্সের কাজ করছে । আর জনগণের জন্য করবেই বা কেন তারা জন রায় নিয়ে ক্ষমতায় আসেনি তাই তারা জনগণ কে ভয় পায়। সুতরাং তাদের প্রতিষ্টানে ন্যায় বিছার আশা করাটাও ভুল। যে বিচারে ২% ও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই সেখানে বিচারিক কাজে অংশ গ্রহণ করা মানে আ' লীগ কে সহযোগীতা করা । তাই বিচারিক অংশ না নেওয়ায় শ্রেয়।
বিষয়: বিবিধ
৯৯৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলেই কেবল মাইরের প্রকোপ কিছুটা কমতে পারে
মন্তব্য করতে লগইন করুন