প্রবাস জীবন
লিখেছেন লিখেছেন নয়া জামানার ডাক ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৭:৪৩ দুপুর
প্রবাস মানে টাকা নয়,জীবন গড়ার শিক্ষা,
প্রবাস মানে উল্লাস নয়, অনুপম এক দীক্ষা।
প্রবাস মানে হাসি নয়,কষ্ট চোখে জল,
প্রবাস মানে ভাংগা বুকে জীবন গড়ার বল।
প্রবাস মানে প্রিয়তমার একটি রঙ্গিন চিঠি,
প্রবাস হলো মানুষের প্রতি ভালোবার সম্প্রীতি।
প্রবাস হলো স্বপ্ন পূরণ ছোট ছোট আশা,
প্রবাস হলো ভাইয়ের হাসি ,বোনের ভালবাসা,
প্রবাস হলো বাবার বুকে সুখের শিহরন,
প্রবাস হলো মায়ের মুখে হাসির আবরিন।
প্রবাস মানে স্বাধীনতা পরের হাতে বন্ধি
প্রবাস মানে কাজের সাথে জীবনের এক সন্ধি।
প্রবাস মানে শুন্যতা প্রতি দিনই আসে
প্রবাস মানে অতীত স্মৃতি শুধুই চোখে ভাসে।
প্রবাস মানে জীবন থেকে অনেক হারিয়ে যাওয়া,
প্রবাস মানে আপন স্বজন হয়তো হবেনা পাওয়া।
প্রবাস মানে দেশান্তরী মমতা জেড়ে পেলা,
প্রবাস মানে ব্যার্থ জীবন শুধুই টাকার খেলা।
(সংগ্রহিত)
বিষয়: বিবিধ
৩৮৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
-প্রবাসী আশরাফ
প্রবাস জীবন
স্বদেশ ছেড়ে আপন করা অন্য ভূবন
পরাধীনতার শৃঙ্খলে নতুন জীবনধারন
এ যেন স্বাদেশের স্বাদ বিকিয়ে অর্থ উপার্জন।
প্রবাস জীবন
বিদায় বেলা দু:খীনী মায়ের ভাড়াক্রান্ত মন
চিবুকে আঁচল চেপে অশ্রুসিক্ত ভেজা দু'নয়ন
এ যেন মায়ের মমতা মাড়িয়ে অর্থ উপার্জন।
প্রবাস জীবন
শুরু হওয়া একাকী ব্যাচেলরের ক্ষণ
প্রিয়সীর ছবি বুকে চেপে নীরব ক্রন্দন
এ যেন ভরা যৌবন বেঁচে অর্থ উপার্জন।
প্রবাস জীবন
প্রিয় সন্তানের মুখ কল্পনায় চিত্রাঙ্কন
বাহুডোরে ধরিবার আকূল আবেদন
এ যেন আবেগ আগলে অর্থ উপার্জন।
প্রবাস জীবন
টাকার নেশায় পাথর হয়ে দীর্ঘ প্রবাসযাপন
টাকার পরে টাকা-বাড়ী-গাড়ী-বিনোদন
এ যেন অর্থ লোভে অন্ধ হয়ে অর্থ উপার্জন।
প্রবাস জীবন
পরকীয়া প্রেমে পাগল হয়ে বউ পলায়ন
বখে যাওয়া ছেলের মরন মাদক সেবন
এ যেন ব্যার্থ জীবনের অর্থ উপার্জন।
প্রবাস জীবন
বয়সের ভাড়ে নূয়ে পরা বৃদ্ধজীবন
পেছন ফিরে লাভ-ক্ষতির বিশ্লেষণ
এ যেন বয়স বেঁচে শুধুই অর্থ উপার্জন।
মন্তব্য করতে লগইন করুন