ছিঃ বি এন পি। ছিঃ বেগম খালেদা জিয়া! এমনটাতো আশা করিনি।

লিখেছেন লিখেছেন Md sharafat jihadi ২৮ এপ্রিল, ২০১৫, ০৫:৫৯:৪৪ সকাল

আজ ২৮ এর দুই ঢাকা সিটি নির্বাচনের প্রার্থী তাবিখ আওয়াল ও মির্জা আব্বাসের মুখোশ উন্মোচন!

*তাবিথ আওয়াল যিনি প্রায়

গুলশান বনানীতে কল গার্ল নিয়ে পার্টিতে ব্যস্ত থাকেন।

২০০৪ সালে থার্টি ফাস্ট নাইটে তাবিথসহ বেশ কয়েকজনকে আটক করা পার্টি থেকে করে। উদ্ধার হয় পতিতা, যৌনউত্তেজক ড্রাগস ও রেস্টুরেন্ট ভর্তি মদ। কোন অনুমতি ছাড়াই অধুনিকতার নামে মদ, মাদক এবং যৌনতায় পূর্ণ পার্টির আয়োজন করা হয়, যার মূল আয়োজক ছিলেন তাবিথ

আউয়াল।

পরবর্তীতে তার বাপ গিয়ে তাকে ছাড়িয়ে আনে। ছবি নিচে ।

** আমেরিকান ইন্টারন্যাশনাল

স্কুলে পর্ন ম্যাগাজিন নিয়ে ধরা পড়েছিলো তাবিথ যা সেসময়ের কথা সকলেই জানেন। Big Grin

**জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি

পড়ার সময় তার চারিত্রিক কিছু

পরিবর্তন লক্ষ্য করা যায়। ঐ সময়ের একটি ভিডিও আমার হাতে এসেছে, যাতে দেখা যায় কাউবয় স্ট্রিপার হিসেবে প্রকাশ্যে নৃত্য করছে তাবিথ আউয়াল ! Surprised

**যুক্তরাষ্টে পড়াশুনা করা অবস্থায় কোবাল্ট গে ক্লাবের মেম্বার ছিলো তাবিথ।

এছাড়াও বর্তমানে তাবিথ বাংলাদেশের লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্র্যান্সজেন্ডার (এলজিবিটি) নিয়ে কাজ করে ড.মুহাম্মদ ইউনূস এবং রেইনার এবার্টের সাথে। নির্বাচিত হলে সমকামিতার অধিকার নিয়ে কাজ করবে বলে তাদের

কথা দিয়েছে তাবিথ। Surprised

রেইনার নাবালক ছেলেদের দিয়ে সমকামিতার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে, যাতে অর্থায়ন করছে তাবিথ। 8-)

http://www.bangladeshcable.com/24/04/2015/104/

তাবিথের ব্যক্তিচরিত্র নিয়ে কথা

বলায় তার কাছে আন্তরিক ভাবে

দুঃখিত। কিন্তু এ কথা হয়ত বা ভোটারদের কানে পৌঁছবে না। তাবিথ পাশ করে যাবে, বা কুইক রেন্টালের দুর্নীতির নায়ক আনিসুল পাশ করে যাবে সরকারের সমর্থনে,টাকা ও ক্ষমতার জোরে।

কিন্তু আমাদের সাধারণ জনগনের কি হবে ? -এমনটা কোন নেত্রীই ভাবেননি! তারা কেবল নিজেদের স্বার্থটাই দেখেছেন।

#মির্জা আব্বাস।

দক্ষিণে সিটিতে দাঁড়িয়েছে মির্জা

আব্বাস। পুরান ঢাকার পিচ্চি থেকে বুড়া সবাই জানে এই আব্বাস কুখ্যাত ভূমিদস্যু হাজি সেলিমের কার্বন কপি !

১৭টা দুর্নীতির মামলা এখনও তার আছে, এর মধ্যে একটাই হল ১৪৩ কোটি টাকার দুর্নীতি মামলা। জমি দখলসহ খিলগাঁও বাড্ডার প্রায় সব মার্ডারেই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তার হাত রয়েছে,তার সমর্থিত লোকেরা করছে বিএনপির সময়।

http://www.bd-pratidin.com/first-page/2015/04/22/76414

মজার একটা বিষয় জানাই আপনাদের।

মির্জা আব্বাস 'মিস্টার টুয়েন্টি

পার্সেন্ট' নামে পরিচিত,মেয়র থাকা কালে সিটির সব কাজেই তাকে টুয়েন্টি পার্সেন্ট দিয়ে কাজ শুরু করতে হত। তাই এই নাম তাকে উপাদি দেওয়া হয় ! Big Grin

http://www.bd-pratidin.com/first-page/2015/04/22/76414

এবার ভাবেন ...

কি করবেন আপনি ?? পিছিয়ে যাবেন ভয়ে কিংবা শঙ্কায় ?

না প্রতিরোদ করে এদের রুখে দিবেন?

ভয়কে জয় করেই এগিয়ে যেতে চাই আমরা সবাই।

বিষয়: রাজনীতি

১০৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317279
২৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩২
হতভাগা লিখেছেন : এদেরকে ভোট দিতে যাবে কেন মানুষ ? আনিসুল হক আর সাঈদ খোকন কি সমস্যা করছে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File