গুম!!! কে পরবর্তী আপনি না আমি???
লিখেছেন লিখেছেন সাইমুম হাবিব ৩১ আগস্ট, ২০১৪, ০৭:৩০:১০ সন্ধ্যা
গুম শব্দটি শুনলে হয়তোবা অনেকেরই ভয়ে ঘুম বা সুখ নিদ্রা পালায়। গুমের মিছিল ক্রমেই দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুম-হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনেও চলছে প্রতিবাদ আর সমালোচনার ঝড় কে শুনে কার কথা??? সবইতো স্বপ্নের বাস্তবায়ন। তাই নয় কি??
আওয়ামী লীগ সরকারের সাড়ে পাঁচ বছরের এই সময়ের মধ্যে বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলম এবং শিবির নেতা আল মুকাদ্দাস, হাফিয জাকির হোসেন, আল মামুনসহ প্রায় দুই শতাধিক ব্যক্তি গুম-গুপ্তহত্যার শিকার হয়েছেন। এখনও গুম হচ্ছে মানুষ। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা অসহায় হয়ে পথ চেয়ে বসে আছেন। জানতেও পারছেন না তাদের স্বজনরা বেঁচে আছেন নাকি স্বপ্নের বাস্তবায়নের জন্য মেরে ফেলা হয়েছে তাদের!! গুম হওয়া ব্যক্তিরা জীবিত না থাকলেও অন্তত তাদের লাশটি ফেরত চাইছেন স্বজনেরা । কিন্তু সে অধিকারটুকু থেকেও তারা আজ বঞ্চিত।
মানবাধিকারের বাণী এখন নীরবে নিভৃতে কেঁদে মরছে। গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা রয়েছেন চরম উদ্বেগ আর উৎকণ্ঠায়। প্রতিবাদের ভাষা নেই কারোর কাছেই। প্রতিবাদ করলে ঘুম হওয়ার আতঙ্কে আতঙ্কিত প্রতিবাদীরা,নেই কোন নিরাপত্তা, আতংকের মাঝে কাটছে দিন, কখননা আবার কে গুম হয়ে যায়............
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন