সবুরের ফল মিষ্টি হয়
লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ১৯ নভেম্বর, ২০১৪, ১২:৫৩:২৩ দুপুর
সবুরে মেওয়া ফলে, এ কথাটি আমরা প্রায় শুনেছি,
আর তা যে মিষ্টি হয় তাও অনেকে বলেন।
মেওয়া কি সেইটায় পরে আসি, তা সবুরে মেওয়া ফলুক
আর যাই ফলুক তা যে মিঠা হয় তা অনেক আগেই
পাইছি, কিন্তু এতটা দেরি লাগলো কেন
উপলব্ধি করতে তা বুঝলাম না। যাই হক কাজের
কথায় আসি, সবুরের মেওয়া কেমনে মিঠা হয়।
★ এস এস সি পরিক্ষা দেয়ার সময় বায়না করছিলাম
A+ পাইলে দামি মোবাইল দিতে হবে, কি সেট
SAMSUNG C053 বাহ :। যাই হোক, তা আর
হইলো না কারন ৪.৯৪ পাইলাম। দুখে:
একটা চায়না ফোন নিলাম। এক বছর এর
মাঝে টাকা জমায় কিনলাম নকিয়া, সিরাম সেট,
SAMSUNG থেকে অনেক ভালো, এখনো use
করছি, ছয় মাস হল সাথে যোগ
হয়েছে symphony xplorer, সেই এস এস
সি তে চাওয়া ফোন থেকে হাজার গুন ভাল
আমি মনে করি,আর দুইটাই আমার টাকায় কেনা।
★ ক্লাস এইটে computer দাবি করি, দেয় নাই,
কষ্ট পাইছি, কিন্তু এখন আমার branded
laptop আছে, computer কিনলে এটা পেতাম
না।
★SSC & HSC কোনো টায় আমার A+ নাই। তবুও
অপেক্ষা করি, আর তার ফল পাবলিক ভার্সিটি, ভাল
সাব্জেক্ট।
★ A+ পাইলাম না বলে কাছের বন্ধু গুলো পর
করে দুরে ঠেলে দিলো। আর আজ তারা কোথায় আর
আমি। কারন অপেক্ষা আমি করেছিলাম, তারা না,
আজ তাদের থেকে অনেক ভাল মানুষদের পেয়েছি। i
am lucky
কি? হলো তো সবুরের ফল মিঠা ;-)
NB. সব ফল মিষ্টি নাও হতে পারে
বিষয়: বিবিধ
১৯৭২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন