বড় হয়ে হয়তো ভুলই করেছি.....

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ১০ নভেম্বর, ২০১৪, ১২:৪৪:১৩ দুপুর

ছোটবেলায় একটা চিন্তা ছিল কবে যে বড় হবো ,কবে বড় হব ,ছোট থাকতে আর ভাল লাগে না ।আমার একার না ,হয়তো ছোটবেলায় হয়তো সবারই এটা চাওয়া ছিল ।ছোট থাকাটা পরাধীনতা মনে হত ।

হুম আজ বড় হয়েছি ,আজ স্বাধীন ।কিন্তু এ স্বাধীনতাও মাঝে মাঝে পরাধীনতা সৃষ্টি করে ,মানসিক পরাধীনতা । আর এই পরাধীনতা আমাদের একাকী করে দেয় বেশিরভাগ সময়ে ।

কিন্তু ছোটবেলায় তো এই একাকীত্বটা ছিল না ........

এখন মিস করি ,মিস করি একসাথে ছুটে চলা ,একটা বিশাল দালানের এ মাথা থেকে ও মাথা ছুটে বেড়ানো ,গাছে উঠে পেয়ারা আম জাম পারা ,পরে গিয়ে ব্যাথা পাওয়া ,মৌমাছি প্রজাপতির পিছে ছোটা ,ফুলের মধু খাওয়া ,ছেলেমেয়ে একসাথে ঘুড়ি ওড়ানো ,ঘুড়ি কাটার চেষ্টা, ফুটবল ক্রিকেট দলছুট রেকেট খেলা কানামাছি টোকাটুকি খেলা ,ঘন্টার আওয়াজ শুনতে পেরে ছুটে যাওয়া আইসক্রীম চটপটি খেতে ,কেউ খেলতে না নিলে ,বকা দিলে ,কষ্ট দিলে মা কে গিয়ে বলা "মা ওমুক এই বলছে এই করছে" নদীর পাড়ে কাশফুল তোলা , ঘাসের চাদরে চাঁদের আলোয় শুয়ে থাকা ,কখনো তারা গোনা ,লোডশেডিং এ জোনাকি ধরা ,স্কুলের গাড়িতে মজা করা ,ঝালমুড়ি আচার খাওয়া ,ছবি আঁকার পাল্লা ।

কিন্তু আজ তা পারি না ,অথচ এত কিছু করার পরও ছোটবেলা পরাধীন লাগত ।

বলতে ইচ্ছা করে

"চাঁদমামা আজ বড্ড একা

বড় হয়েছি আমি

হয়না কথা তার সাথে আর

হয়না নেয়া হামি ।।

কে রে তুই কে রে তুই

কেড়ে নিলি মোর শৈশব দিনগুলি "

আজ হয়তো আর ছোটা হয়না ব্যস্ততার চাপে ,হয়না ঘুড়ি ওড়ানো ,আইসক্রীম খাওয়া ,গাছে চড়া ,জোঁনাকি ধরা ,ঘাসের চাদরে শুয়ে থাকা , হয়না পাওয়া সেই অনুভূতি ।

আজ হয়তো কেউ কিছু বললে ,কষ্ট দিলে মাকে এসে বলতে পারি না "মা মা ওমুক আমাকে এই বলছে "

এখন তো ভেবে এটাই দেখলাম ছোট ছিলাম ভালই ছিলাম ,বড় হয়েই দোষ করছি হয়তো , অন্তত একাকীত্ব তো পেতে হতো না ।। :-)

copyright@sharmistha

বিষয়: বিবিধ

১৪৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282890
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
বড়মামা লিখেছেন : বিয়ে করেন সব সব ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ ।
282894
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩১
মোস্তফা সোহলে লিখেছেন : অনেক ভাল লাগল আপনার লেখাটি ভাল থাকবেন
282895
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৩২
মোস্তফা সোহলে লিখেছেন : আসলে হিসাব করলে ছোট বেলা গুলিই অনেক ভাল ছিল।বড় হওয়া মানেই ঝামেলা
282922
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
নিউজ ওয়াচ লিখেছেন : মোস্তফা সোহলে লিখেছেন : আসলে হিসাব করলে ছোট বেলা গুলিই অনেক ভাল ছিল।বড় হওয়া মানেই ঝামেলা
282930
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৬
কাহাফ লিখেছেন :
জীবনের চরম কিছু বাস্তবতা সুন্দর ভাবে তুলে ধরায় অনেক ধন্যবাদ ও শুভ কামনা জানাই!
জাযাকুমুল্লাহু খাইরান! Big Hug Big Hug
১৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৫
229213
স্নেহার জগত (ভালবাসার তিতলী) লিখেছেন : Thnx
282938
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:২১
কর্ণেল কুতাইবা লিখেছেন : পিলাচ
282983
১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
আফরা লিখেছেন : ভুল করলে ছোট থাকা যায় না বড় হতেই হয় কারন আল্লাহর ইচ্ছায় দিন চলেই যায় বড় হতেই হয় ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File