(-_-)(-_-) LOVE TRIANGLES (-_-)(-_-)
লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১০:৪২:১৭ সকাল
প্রতিটি মানুষের জীবনেই হয়তো কোন না কোন সময় LOVE
TRIANGLE এ পড়তে হয় ।হয়তো কারও কম ,আবার কারও
বা বেশির উপর দিয়ে যায় ।LOVE TRIANGLE এমনই এক
বিষাক্ত চক্র যার মধ্যে একবার পড়ে গেলে বের
হওয়া কষ্টকর অর বের হতে পারলেও মনের
অবস্থা কি হবে কোথায়
যেয়ে দাঁড়াবে তা বলা মুশকিল ।কিন্তূ জীবন
থেমে থাকে না ,সে তার মত চলে যায় ,সময়ও তার মত
চলে যায় ।শুধু মনই তার জায়গায় কিছুদিন থেমে থাকে ।
তার এই থেমে থাকার ফলস্বরূপ সময় ও জীবনের সাথে মন
তাল মিলাতে পারে না ।LOVE TRIANGLE এ
পড়ে গেলে একজন না একজনকে Sacrifice করতে হয় ,কতজন
সেটা পারে ,আর যে করে তার মনের অবস্থা যে কি হয়
তা শুধু সে ও তার সৃষ্টিকর্তাই জানে ।
ধারালো ছুরি দিয়ে হৃদয়কে টুকরো টুকরো করতে হয় নিজ
হাতে । কেনো জানি তাতেই জীবনের প্রকৃত সুখ
পাওয়া যায় তখনকার মত ।
বিষয়: সাহিত্য
১১৪৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ লেখাটির জন্য।
অনেক অনেক শুভেচ্ছা।
মন্তব্য করতে লগইন করুন