আমার পথচলা .............

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৪:০৪ সন্ধ্যা

আমাকে তোমার ভাল নাও লাগতে পারে

তো কথা বলো না

কিন্তু কথা বলে খোঁচা দেবার দরকার নাই ।

আমার কাজকর্ম তোমার মনে নাও ধরতে পারে

তো নজরে এনো না

কিন্তু সবার সামনে অপমানের কারণ নেই ।

আমার সাথে চলতে তোমার ইচ্ছা না থাকতে পারে

চলতে বলছি না

তবে চলতে যেয়ে ছোট করার প্রয়োজন নেই ।

আমি দেখতে সুন্দর নাও হতে পারি

তবু তোমার উপহাসের অধিকার নেই ।

আমার কাজে সঙ্গী হয়ে উপকার করতে বলি নি

তবুও বাঁধা দিতে উদ্যত হয়ো না ।

কোন কথা জানতে বা বলতে চাইলে

আমার কাছে জিজ্ঞাসা করো

অন্যের মারফতে জানতে চেয়ো না

বা অন্য কাউকে জিজ্ঞাসা করো না

কোন অভিযোগ বা দুর্নাম করতে হলেও

সামনাসামনি করো

আড়ালে আবডালে না ।।

আমার খুত ধরার আগে নিজের

মনটা আগে দেখে নিয়ো

আর কিছু বলার আগে দশবার ভেবে নিয়ো ।।

আমি পানি না ,আগুন !

বৃষ্টি না ,ঝড় ।।

._|\_________________/\___

../ /////___(___)_________ ()

./_________________(____()

......)-------(_(__))

..//-----//

.//-----//

//_____//................

Just Shoot the low & narrow

minded behaviour

বিষয়: সাহিত্য

১০৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262678
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
262686
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
ফেরারী মন লিখেছেন : আমার খুত ধরার আগে নিজের
মনটা আগে দেখে নিয়ো
আর কিছু বলার আগে দশবার ভেবে নিয়ো ।।
আমি পানি না ,আগুন


ওয়াও হোয়াট এ নাইচ কবিতা। Thumbs Up
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৫
207997
স্নেহার জগত (ভালবাসার তিতলী) লিখেছেন : ধন্যবাদ =D
262708
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১২
চেয়ারম্যান লিখেছেন : সুন্দর সুন্দর
262710
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৫
সায়িদ মাহমুদ লিখেছেন : কি ভাই হঠাৎ এতো রেগে গেলেন, ঘরের বিষয় যেভাবে বাইরে নিয়ে এসছেন, তাতে প্রাইভেসি বলে কি কিছু থাকবে?
১৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫১
207999
স্নেহার জগত (ভালবাসার তিতলী) লিখেছেন : na re viaiyaRolling on the Floor
262758
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
পবিত্র লিখেছেন : অন্নেক সুন্দর! খুব ভালো লাগলো! Happy Happy
262818
০৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কথা গুলো ভাল লেগেছে! তবে আপনার ও ভুল থাকতে পারে, আপনার সাথে চলতে গিয়ে কেউ যদি আপনার ভুলটা ধরিয়ে দেন আপনারইই উপকার হবে...!


ভুলটা ধরিয়ে দেয়ার কারনে যদি আপনি অসম্মান বোধ করেন আমার কি করার আছে?
262861
০৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৫৮
কাহাফ লিখেছেন : কাউকে খোচা দেয়া,অপমান করা বা উপহাস করা কিংবা দূর্নাম করা এসবের কোন টাই উচিত নয়। নিজে কে আগে বিচার করে অপরের দোষ তালাশ করতে হয়। সুন্দর উপস্হাপনা,অনেক ধন্যবাদ.......।
263923
১১ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:২০
ইমরান ভাই লিখেছেন : আমাকে ভালো নাও লাগতে পারে Crying Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File