অসমাপ্ত ভালবাসা.....

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৬:২৮ দুপুর

ভালবাসা যেমন আছে তেমনি বেদনাও আছে

কারণ ভালবাসা আর বেদনা একই কয়েনের দুই

পিঠ ।

প্রতিটি ভালবাসার মানুষই চায় তার ভালবাসার

মানুষটা তার অবসর সময়ের সবটা না হলেও

প্রায়টাই যেন তার সাথে কাটায় ।মেয়েরা একটু

বেশিই চায় তবে বলে না ,বুঝে নিতে হয় ।। তাই

যদি সে একটু অবহেলা পায় তো তার কাছে কষ্ট

লাগে

তেমনই এক ভালবাসার যা ছিল জোড়ার কিছু

ভালবাসার অনুভূতি

মেয়েটা ছেলেটার কাছ থেকে রিপ্লাই

পেতে দেরী দেখে রাগ করে ফেসবুক থেকে চলে গেল



অতঃপর ছেলের ফোন ,অভিমানী মেয়ে তো ফোন

ধরলো না ।ফোন বন্ধ করলো কিন্তু ৫ মিনিট

পর ওপেন করল

অতঃপর আবার ছেলেটার ফোন আর অভিমানীর

ফোন না ধরা এবং ব্যথিত হৃদয়ের SMS

ছেলে :আরে বাপ আমি গেম খেলছিলাম

মেয়ে : sms read

ছেলে: বিশ্বাস কর আমি IGI 2 গেম খেলছিলাম

খেলতে গিয়ে আর তোকে রিপ্লাই

দিতে দেরী হয়ে গেছে

মেয়ে : no reply

ছেলে : রাগ করিস না PLZ আর এ

বাবা কি করব বল গেম খেলতে গেলে মাথা ঠিক

থাকে না

মেয়ে : no reply

ছেলে: রাগ করিস না plz plz plz তুই রাগ

করলে আমি কি নিয়ে থাকবো বল ! :'(

মেয়ে : no sms

ছেলে :আচ্ছা যা আর জীবনেও গেম খেলবো না

মেয়ে :মর তুই >:(

ছেলে: দেখ রাগ করে থাকলে কিন্তু

রাতে আমি কিছু খাবো না ,সত্যি বলছি :/

অতঃপর অভিমানী মান ভাঙিয়া ব্যথিত

হৃদয়কে ফোন করিয়া ব্যথিত হৃদয়ের বেদনা দূর

করিল ।।

এরকম ছোট ছোট ভালবাসার ঘটনায়

ভরে থাকে ভালবাসার জীবন ,যতদিন

ভালবাসা টিকে থাকে ।।

কিন্তু ভালবাসা শেষ হয়ে গেলেও

স্মৃতি গুলো থাকে যা মনকে সতেজ রাখে আনন্দ

বেদনা দিয়ে ।

ব্যাথার মাঝেও ঠোঁটের কোণে হাসি ফোটে ,

অতীত স্মৃতি যখন মনে ভেসে ওঠে ।।

NB.সম্পূর্ণ বাস্তব ভালবাসার জীবনের

ঘটনা কারো ।

বিষয়: সাহিত্য

১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File