সম্পর্কের দুরত্ব

লিখেছেন লিখেছেন স্নেহার জগত (ভালবাসার তিতলী) ২৯ আগস্ট, ২০১৪, ০৬:০৩:৪৭ সন্ধ্যা

সম্পর্কগুলো থেকে আস্তে আস্তে কেমন

জানি দূরে চলে যাচ্ছি নাকি সম্পর্কগুলোই

আমার থেকে দূরে সরে যাচ্ছে ।নিজেকে সমস্ত

সম্পর্ক থেকে গুটিয়ে নিয়ে আসছি মনে হয় ।

কখনো নিজেকে অপরাধী মনে হয় ,ভাবি

সম্পর্কগুলো আমার অজান্তে আমিই

ভেঙে দিচ্ছি না তো ,আবার কখনো ভাবি এ

সম্পর্কের যোগ্য আমি না । আবার এটাও

হতে পারে ,অপর পক্ষই হয়তো আমার

সাথে সম্পর্ক রাখতে নারাজ । তাই তারাই

নিজেরা দূরে সরে যাচ্ছে । তবুও তো ভাল

মাঝে মাঝে সম্পর্কগুলোর

সামনে দোষী হয়ে দাঁড়াতে হবে না ।

দুরত্ব বাড়লে তো সম্পর্কের বেড়াজাল

থেকে মুক্তি পাওয়া যাবে ,হয়তো এ বেড়াজালই

একসময় বেঁচে থাকার আশা ছিল ।

সম্পর্ক হারিয়ে গেলে হয়তো একটা কষ্ট

থাকবে ,দুঃখ ভাগ করার মানুষ হারিয়ে যাবে ।

ভালই হবে কারণ চোখের জলে কারো মন

ভিজবে না ,কারো দুর্বলতার স্বীকার

হতে হবে না ।চোখের জলগুলো আর বাইরে আসার

জন্য ভয় পাবে না ,তবুও ওগুলো চশমার

কাঁচে হারিয়ে যাবে ।

তবুও মাঝে মাঝে চোখের জলগুলো কিছু সম্পর্ক

মুছে দেবে ।আর তা হল মরিচাহীন সম্পর্ক ।

এসম্পর্কে কখনো মরিচা ধরতে পারে না ,ধরলেও

তা উঠে যায় ।একই গতিতে ও সমান

দুরত্বে চলতে থাকে এ সম্পর্ক ।

বিষয়: সাহিত্য

১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File