আমাদের জীবন কে পাল্টে দেওয়ার জন্য রসুল (সাঃ) এর একটি হাদীসই যথেষ্ট
লিখেছেন লিখেছেন মোহা : ইউনুস আলী ১২ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪১:৩৫ রাত
আমাদের জীবন কে পাল্টে দেওয়ার জন্য রসুল (সাঃ) এর একটি হাদীসই যথেষ্ট সাদ্দাদ ইবনে আউস রাঃ থেকে বর্ণিত। রসুল সাঃ বলেছেনঃ"বুদ্ধিমান-জ্ঞানী সে ব্যাক্তি,যে আত্মসমালোচনা কর লো এবং মৃতুর পরের জীবনের জন্য আমল করলো। আর দুর্বল কাপুরুষ সে ব্যাক্তি,যে তার নফসকে খাহেশ ও কামনা-বাসনার অনুসারী করে দিয়েছে অথচ আল্লার অনুগ্রহের আশা করে বসে আছে". (তিরমিযী)
বিষয়: বিবিধ
৯৫৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন