শীত চলে এলো
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১০ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৪:৫৪ দুপুর
কোথায় কেমন কি শীত পড়ছে জানি না। আমাদের এলাকাতে বেশ শীত রাত ১২ টা পড়তে না পড়তেই টপ টপ করে শীত পড়ে সব কিছু যেন ভিজিয়ে দেয়ার উপক্রম। এখনো পর্যন্ত সূর্য দেখা দেয়নি। সকালের খাবার তৈরি হয় ৯ টায় এদিকে বড় রাত হওয়াই পেটের অবস্থা তো সেরকম। এখন যোহরের আজান দিচ্ছে কিন্তু গায়ে জ্যাকেট গা থেকে সরানোই যাচ্ছে না। এবার মনে হয় শীত একটু বেশি কাপাবে।
বিষয়: বিবিধ
১৩৩৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কোথায় আর এ কেমন শীত বুঝলামনা৷
মন্তব্য করতে লগইন করুন