তালেবানরা সৈন্যদের থেকে বাহন কেড়ে নিয়ে আরামসে বসে আছে।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৬ ডিসেম্বর, ২০১৫, ১০:০০:১১ সকাল



তালেবানরা সৈন্যদের থেকে বাহন কেড়ে নিয়ে আরামসে বসে আছে। হেলমান্দ প্রদেশে শের ই খান জেলা দখল করে বসে প্রহরা দিচ্ছে। আচ্ছা তাদের এত সাহস? মাত্র সাতশ সন্ত্রাসী যোদ্ধা দিয়ে কুন্দুজ প্রদেশে ৫ হাজার সৈন্যকে তাড়িয়ে দিয়ে কুন্দুজ দখল করেছে? আসলে বিষয়টা বুঝলাম না।

বিষয়: বিবিধ

১৬০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352863
০৬ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৬
আবু জান্নাত লিখেছেন :
আল্লাহই ভালো জানেন।

একসময় তালেবানদেরকে ধার্মিক মুসলমানরা ভালো জানতেন, (মিডলইষ্টের মুসলিমরা এখনো তাই মনে করেন)। কিন্তু পশ্চিমা মিডিয়ার অপপ্রচারে আমরাও আজ তালেবানদের সন্ত্রাসী আখ্যা দিতে শুরু করেছি।

০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৪
292949
ইসলামী দুনিয়া লিখেছেন : আল্লাহই ভালো জানেন। মন্তব্যর জন্য ধন্যবাদ।
352870
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
সঠিক ইসলাম লিখেছেন : আপনার কাছে তালেবান আল-কায়দা বিষয়ক দুটি প্রশ্ন-

১. আত্মঘতি বোমা হামলা/বেসামরিক অমুসিলিম হত্যা করা কি যায়েজ আছে ? মুখ ঢেকে নিজের পরিচয় গোপন করে জিহাদ করা যায়েজ আছে ? অমুসলিম নাগরিকদের নিসৃংশ ভাবে গলা কেটে তা ভিডিও করে তা সারা দুনিয়া বাসীকে দেখানোর ফজিলত/হুকুম কি ?

২. মোল্লা ওমর ইন্তেকাল করেছেন কবে, তার ইন্তেকালের পর মনসুরের আমীর হবার আগ পর্যন্ত তালেবান কারা পরিচালনা করেছেন ?

৩. তালেবান-আলকায়দা ভিত্তিক দলগুলো ফিলিস্তিনে যায় না কেন ?

৪. আধুনিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা ব্যাবস্থার উন্নয়নে তারা কি কি পদক্ষেপ নিয়েছেন ?

৫. তারা এত অশ্র কোথায় পান ? তাদের নিজস্ব কোন অশ্রের কারাখানা কি রয়েছে ?

৬. এ কথা দিবালকের ন্যায় পরিষ্কার যে, টুইন টাওয়ার ধ্বংস করেছিল ইজরাইল-আমেরিকা নিজেরাই। লাদেন প্রথমে তা অস্বিকার করে পরে আবার তা স্বিকার করে নিল কেন ? যার ফলশ্রুতিতে আফগানকে শেষ করে দেয়া হল ?
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
292951
ইসলামী দুনিয়া লিখেছেন : সাথেই থাকুন আল্লাহ চাহে তো উত্তরগুলো পেতে পারেন। ধন্যবাদ।
352871
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
হাফেজ আহমেদ লিখেছেন : কয় কি!
০৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
292952
ইসলামী দুনিয়া লিখেছেন : বুঝলাম না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File