সিরিয়ায় আল কায়দা ও লেবাননের বন্দি বিনিময়

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৪ ডিসেম্বর, ২০১৫, ১০:০৫:২৩ সকাল



রেডক্রস আল কায়দা কমান্ডারদের তুলে দিচ্ছে।

আমরা সবাই জানি ইতিমধ্যে সিরিয়া আল কায়দা ও লেবানন বন্দি বিনিময় করেছে। যাদের মধ্যে লেবাননের ১৬ জন সেনাঅফিসার ও পুলিশ রয়েেছ। আর আল কায়দার ১৩ জন কমান্ডারসহ যোদ্ধা নারী ও শিশু রয়েছে। এ বন্দি বিনিময়ে আল কায়দা তার কমান্ডার ও যোদ্ধাদের পেয়ে যে খুশি হয়েছে, তার থেকে বেশি খুশি হয়েছে, লেবাননেনর সৈন্যদের পরিবারগুলি, আমি দেখেছি তারা কিভাবে আনন্দে কেদে ফেলছে। এর থেকে আর কি আনন্দ আছে? যেখানে তাদের সহসৈনিকরা মারা গেছে, আর সেই মৃত্যুর দুয়ার থেকে ফিরে পরিবারের সাথে মিলিত হয়েছে। আমার মনে হয় এর থেকে আনন্দ আর হয় না।

বিষয়: বিবিধ

১৩৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

352636
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৭
হতভাগা লিখেছেন : নিজেরা নিজেরা কামড়া কামড়ি না করলে মুসলিমদের কেউই ঘাটাতে সাহস করতো না ।
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২১
292778
ইসলামী দুনিয়া লিখেছেন : নিজেরা কামড়াকামড়ি বলতে কি ঠিক বুঝলাম না। ধন্যবাদ।
০৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২২
292779
হতভাগা লিখেছেন : আল-কায়েদা আর লেবাননের বন্দীরা কি ইহুদি বা খৃষ্টান ? কেনই বা তারা বন্দী হয়েছিল আর কেনই বা এখন পরষ্পর বিনিময় করতে হচ্ছে ?
০৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
292786
ইসলামী দুনিয়া লিখেছেন : ইহুদী খ্রিষ্টানরা মুসলিমদের শত্রু নয়, যদি না তারা মুসলিমদের সাথে শত্রুতা করে। বাপ, ভায়েরা মুসলিমদের বন্ধু নয়, যদি তারা মুসলিমদের সাথে শত্রুতা করে ও মুসলিম বিম্বেষী হয়। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File