দাড়ি রাখা নিয়ে ভুলব্যাখ্যা।
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০২ ডিসেম্বর, ২০১৫, ০৩:৩২:৩৫ দুপুর
পৃথিবীতে বেশিরভাগ ইসলামী দলই দাড়ি রাখার উপর গুরুত্ব দেয়। বেশি করে গুরুত্ব দেয় আমাদের তাবলীগ ভায়েরা। আহলে হাদীসসহ আরো বেশকিছু দলই দাড়ি গুরুত্ব বেশি, কিন্তু একটি দল (নাম বলছি না) বলে এটা নাকি সুন্নত। সুন্নত বলে এটাকে পালন না করে এড়িয়ে যাওয়ার ব্যার্থ চেষ্টা করে, যা একেবারেই দু:খজনক। আমি কিছুদিন আগে একছোট ভায়ের সাথে আলাপের এক পর্যায়ে দাড়িয়ে নিয়ে কথা হল। তো সে বলল এটা সুন্নত। আসলে সে ছোটভাই আমার সমস্থ প্রশ্নের উত্তর দিল বিকৃতরুপে। আমি বললাম তোমার দলের বড় ভাইদের নিয়ে এসো তাদের সাথে কথা বলব। আরো বললাম কোন দাড়িছাড়া লোকের সাথে কথা বলব না। তখনই ওই ছোট ভাই দাড়ি রাকাকে সুন্নত বলল। হ্যা দাড়ি রাখা কোন কোন আলেম এটাকে ওয়াজিব আবার কোন কোন আলেম এটাকে সুন্নত বলেছেন। ঠিক আছে আপনি যদি সুন্নতেই বলতে চান, তাহলে আপনাকে দেখতে হবে এটা কেমন সুন্নত? এটা এমন এক সুন্নত নবী সা: দাড়ি রেখেছেন এবং রাখতে বলেছেন। সমস্থ সাহাবীরা রেখেছেন, সমস্থ হক্ব পন্থি ওলামারা রেখেছেন। এখন তাহলে এটা কেমন সুন্নত হলো যে সবাই অক্ষরে অক্ষরে পালন করলেন? যদি দাড়ি না রাখলেই হতো তাহলে ইসলাম কেন দাড়ি রাখার প্রতি এতটা জোড় দিয়েছেন? আসলে আমদের বুঝতে হবে ইসলাম আমি নিজে থেকেই মানছি, আমাকে কেউ জোড় করছে না। আছ্ছা আপনি রাখতে পারবেন না ভালো কথা কিন্তু সুন্নত বলে এটাকে না রেখে বিকৃত করছেন, এটা কি ঠিক?
আল্লাহ আমাদের সবাইকে সঠিক দ্বীন বুঝার তাওফীক দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ খায়ের।
"দাড়ি-টুপির গুরুত্বের চাইতে হক্কুল ইবাদ এর মর্যাদা রক্ষা করার গুরুত্ব কোটিগুন বেশী"
তবে আপনার মনগড়া অপব্যাখা মূলক লেখা-লেখি দেখে মনে হয় যদি মউদুদী বেচে থাকতো তাহলে আপনাকে ওস্তাদ মানতো
এই ধরনের ইসলামের দাওয়াতী দল না থাকাই ভাল।সরকারের ভিবিন্ন পর্যায়ে থেকেঘুষ খেয়ে তবলীগে সময় লাগানোতে উপকার বরং কমই হয়েছে।
নাকি দাড়ির প্রতি অতিবিদ্বেষ আপনাদেরকে এই সকল বাজে মন্তব্য করতে সাহস যোগায়।
জাযাকাল্লাহ।
প্রকৃত মুমিনের মত হল না আপনার মন্তব্যের ভাষা মুহতারাম!
'অহংকার-এর আভাস ভেসে আসছে আপনার থেকে শ্রদ্ধেয় দ্বীনী ভাই!'
'বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে
বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কুরান-হাদিস চষে ৷
মন্তব্য করতে লগইন করুন