আমীরুল মোমেনীন মোল্লা মোহাম্মদ উমর রহ: এর পদ নিয়ে ষড়যন্ত্র।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৮ আগস্ট, ২০১৫, ০৬:৫৪:০৭ সন্ধ্যা

আমীরুল মোমেনীন মোল্লা মোহাম্মদ উমর রহ: নিহত হওয়ার বেশি দিন হয়নি, যদিও আফগান সরকার এ নিয়ে অনেক ষড়যন্ত্র করেছে। নিহত হওয়ার পর তালেবানরা মনে করেছিল কোন এক ভালো সময় এ সংবাদটা মুসলিম উম্মাহকে জানাবেন। কিন্তু এই সুযোগে আফগান সরকার তালেবানদের মধ্যে ফাটল ধরানোর উদ্দেশ্যে খবরটি প্রচার করে দেয় এবং পদ নিয়ে উস্কানি দেয়ার চেষ্টা করে। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের এ হীন উদ্দেশ্য সফল করে নি। তালেবানরা একজন দক্ষ ও বিচক্ষন নেতা নিয়োগ দেয়। আফগান সরকার এবারে ব্যার্থ হলেও আবার ষড়যন্ত্র করতে শুরু করে এ বলে যে, আমীরুল মোমেনীন এর সন্তান এ পদ পাওয়ার উপযুক্ত ছিল কিন্তু রাতারাতি মোল্লা মানসুর পদ দখল করে যদিও এখনো মোল্লা মোহাম্মদ উমর রহ: এর সন্তান মোল্লা মানসুরের অনুগত্য স্বীকার করে নি।যেটা নবী সা: নিহত হওয়ার পর আলী রা: কে বলেছিল পদ পাওয়ার যোগ্য আপনি, অথচ পদ নিল আবু বকর রা:? আলী রা: কে উস্কানী দেয়ার চেষ্টা করেছিল মুনাফিকরা, কিন্তু সফল হয়নি। আফগান সরকার বার বার হীন স্বার্থ হাসিল করার লক্ষ্যে ষড়যন্ত্রের বীজ বপন করেই যাচ্ছে। কিন্তু আফগান সরকারের এটা জানা উচিত ছিল মোল্লা মানসুরের সন্তান এ দাবী কখনোই করবেন না কারন মোল্লা মোহাম্মাদ উমার তার সন্তানকে এমন গোমরাহ করে রাখবেন না। আর যদি ধরেই নি যে, মোল্লা উমরের সন্তান পদ দাবী করেছে, তাহলে তালেবনরা ভালো করেই জানে যে, খেলাফত কারো বাবার সম্পত্তি নয়। এটা হচ্ছে মুসলিমদের সম্পত্তি। এই ফাটলকে দীর্ঘস্থায়ী করার জন্য মোল্লা উমরের সন্তানকে হত্যা করা হয়েছে, যাতে দোষ বর্তমান আমীরের ঘাড়ে চাপানো যায়। আজকে রাজধানী কাবুলে বড় ধরনের হামলা চালিয়েছে তালেবানরা। এতে সরকারী হিসাবমতে ৩০/৩৫ জন সৈন্য জাহান্নামে গমন করেছে, এতে আফগান সরকার বলেছে, তালেবানদের ফাটল/মতপার্থক্য ঢাকার জন্য তালেবানরা এতবড় হামলা চালিয়েছে। একটা বিষয় ষ্পষ্ট যে তাদের মধ্যে যদি ফাটলই থাকে , তাহলে এতবড় হামলা চালালো কি করে? তালেবানদের মধ্যে যদি ফাটলই থাকে তাহলে তো তোমাদের সুবিধাই হবে। এতে তো তোমাদের জন্য সুখবর অপেক্ষা করেছে। আমাদের একটা বিষয় মনে রাখা দরকার পুরুষেরা কখনো ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র করে কাপুরুষেরা।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334530
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! সঠিক কথা! অনেক ধন্যবাদ
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:২৬
276596
ইসলামী দুনিয়া লিখেছেন : আপনার কাছে সঠিক হতে পারে, কিন্তু অনেকের কাছে নয়। ধন্যবাদ।
334540
০৮ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৩
নাবিক লিখেছেন : আফগানিস্তানের শাসন ক্ষমতা, আর কখনো কি তালেবানরা ফিরে পাবে?
০৮ আগস্ট ২০১৫ রাত ০৮:১২
276607
ইসলামী দুনিয়া লিখেছেন : আল্লাহ চাইলে ফেরত পেতে পারে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File