স্ত্রীর কাছ থেকে ছোট ছোট কাজগুলো করিয়ে নিন।
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১১ জুলাই, ২০১৫, ০৭:৫৫:৪৮ সন্ধ্যা
আমরা যারা সারাদিন ঘরের বাইরে থাকি, তারা সাধারণত রাত্রে অথবা বিকেলে বাড়ি আসি। যারা বিকেলে আসি তারা বেশি সময় স্ত্রী-সন্তানের সাথে সময় কাটানোর সুযোগ পায়। আর যারা রাত্রে আসি তারা পরিবারের সাথে সময় কাটানোর খুব একটা সময় পায় না। রাত্রে বাড়িতে এসে নামাজ খাওয়া দাওয়া সারতেই সবাই ঘুমে সারা। এসময় অধিকাংশ স্ত্রীই বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়ে, আবার অনেকেই স্বামী বাড়িতে আসলে ঘুম থেকে জেগে উঠে অথবা কেউ জেগে জেগেই ঘুমায়। আর স্বামী বেচারা স্ত্রীর অবস্থা দেখে নিজে নিজেই খাবার তুলে খেয়ে ঘুমিয়ে পড়ে। এতে কি হয়? সারা রাত ঘুম আর সকালে কর্মক্ষেত্রে গমন। এভাবে কিন্তু স্বামী স্ত্রী দুজনের মাঝেই বিরক্তি আসবে। তাছাড়াও ভয় থাকে স্বামী-স্ত্রীর মাঝে দুরত্বের। স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, কোনভাবেই দুরত্ব কাম্য নয়। এজন্য আমাদের কি করা উচিত? দ্রুত কর্মক্ষেত্র থেকে বাড়ি আসার চেষ্টা করুন। বাড়ীতে এসে যদি দেখেন স্ত্রী বেচারা সারাদিন বাচ্চাকাচ্চাদের নিয়ে ব্যাস্ত তাই ঘুমিয়ে পড়েছে, সমস্যা নেই তাকে সুন্দর করে জাগিয়ে তুলুন। ছোট ছোট কাজগুলো তাকে দিয়ে করিয়ে নিন। ছোট ছোট উপহার সারপ্রাইজ দিন, ছোট ছোট উপহার বলতে যে কোন কিছু। আপনি যা দিবেন তাই সে খুশি হবে, অনেক খুশি হবে। বিশ্বাস হয় না, একবার চেষ্টা করে দেখুন। চকলেট,পিয়াজি, বাদাম, আরো অনেক দিয়ে দেখতে পারেন। তাকে দিয়ে অজুর পানি আনিয়ে নিন, তোয়ালে, তেল, চিরুনি এমন কাজগুলো কিরয়ে নিন, এমনকি হাতের নক কাটিয়ে নিতে পারেন, তাহলে আপনার স্ত্রীর মাঝে দুরত্ব সৃষ্টি হবে না। ছুটির তিন স্ত্রী পরিবারকে নিয়ে কোন স্থান ভ্রমন করুন। স্ত্রীকে কখনো ধমক/মার না দিয়ে বুঝিয়ে বলুন, দেখবেন সে আপনার সামনে ছাত্রের মত বাধ্য হয়ে গেছে।
হয়তবা কথাগুলো সাজিয়ে লিখতে পারলাম না। সবাই ভালো থাকুন। আর সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চালিয়ে যান।
যাহক সবার মাঝে ভাল সমর্ক তৈরি হউক.....
০ সারাদিন অনেক বড় বড় কাজ করার পর আবারও ছোটখাটো কাজ !!!
এসব ছোট খাটো কাজ যে কোন ব্যক্তির নিজে নিজেই করার কথা , কেন বেচারীকে কষ্ট দিতে যাবেন ?
চকলেট , বাদামে বাচ্চাদের তুষ্ট করতে পারবেন. বাচ্চার মা কো চাহিয়ে যেয়াদা ।
মন্তব্য করতে লগইন করুন