শাম দেশ নিয়ে একটি হাদীস, শুনতে চান?
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০১ জুলাই, ২০১৫, ০৮:০৫:০২ রাত
শুনতে চাইলে কাছে আসুন। মন দিনে শুনুন। আপনি কি জানে শাম দেশ কাকে বলা হয়? কোন কোন অঞ্চলগুলোকে নিয়ে শাম ভুখন্ড? শাম হচ্ছে, ফিলিস্তিন, জর্ডান, লেবানন ও সিরিয়া। আর দামেস্ক হচ্ছে শামের রাজধানী। এই শামকে ঘিরে অনেক যুদ্ধ হয়েছে, হচ্ছে এবং হবে। এর কিছু বিষয় আমি Click this link
পোষ্টে কিছু লিখেছি, চাইলে পড়তে পারেন। রাসুল সা: বলেছেন, জেনে রাখ তোমরা বিভিন্ন সেনাদলে বিভক্ত হবে একটা সেনাদল সামে লড়ায় করবে,একটা ইরাকে, এবং আরেকটা ইয়ামেনে লড়ায় করবে, আব্দুল্লাহ ইবনে হাওয়ালা সাহাবী জিজ্ঞেস করলেন. এই তিনটা বাহিনী আল্লাহর রাহে যুদ্ধ করবে, একটা শামে ,একটা ইরাকে, একটা ইয়ামেনে , আপনি আমার জন্য কোনটা নির্বাচন করছেন? রাসুল সা: বললেন, তুমি শাম দেশের বাহিনীর সাথে যুক্ত হবে। সুনানে আবি দাউদ-২৪৮৫, ইবনে হাব্বান-৭৩০৬, মুসনাদে আহম্মদ- ২০৩৬৯।
অন্তত: এই হাদীসটি জেনে আমাদেরকে আই এস থেকে বিরত থাকা উচিত।
আল্লাহ আমাদেরকে সঠিক দ্বীন বুঝার তা্ওফীক দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
৪৬৪৯ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হটিয়ে কয়েকটি থানায় আই এস ,দখল করেছে।
মন্তব্য করতে লগইন করুন