প্রতিসিংসার আগুন দ্রুত ছড়াচ্ছে

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৮ ডিসেম্বর, ২০১৪, ০৮:০২:২৫ রাত

একটি কথা আমাদের সবার ভালোভাবেই জানা আছে, ঢিল ছুড়লে পাটকেলটি খেতেই হয়। ২০০৮ সালের পর থেকে প্রতিদিনই মার্কিন ড্রোন পাক-আফগান সিমান্তে মানুষদের হত্যা করছে। অথচ রহস্যজনক ভাবে পাক সরকার কিছু বলছে না। এমন দেশের উপর আক্রমন সার্বভোমত্বের লঙ্ঘন ষ্পষ্ট জেনেও সার্বভোমত্ত্বের কোন ক্ষতিই হচ্ছে না। কি অপরাধ এই লোকগুলোর , শিশুগুলোর, বৃদ্ধদের, নারীদের? হ্যা হামলাগুলোতে কথিত অনেক সন্ত্রাসী মারা গেছে, কিন্তু বেসামরিক নিরপরাধ জনগণ তার থেকৈ অনেক অনেক বেশি। যার পিতা,মাতা,ভাই,স্ত্রী, সন্তান বিনা অপরাধে মারা যাবে, সে কি করতে পারে? কার কাছে বিচার চাইবে? শুধুই নির্বাক, আর বুক ভরা আত্মনার্দ। তাদের দেখার কেউ নেই, কেউ নেই। পাক-আফগান সীমান্তের বেশিরভাগ লোকের একই অবস্থা। তারা এমনিতেই সরকারের পক্ষ থেকে অবহেলিত। দরিদ্রতাই যাদের সর্বসঙ্গী, মরুভূমির লতাপাতাই যাদের খাদ্য তার উপর আবার আপনজন হারানোর বেদনা। প্রতিহিংসার আগুন কতটুকু জ্বলতে পারে ভেবে দেখুন। সর্বসম্প্রতি পাক সেনাবাহিনীর দমন অভিযান। হত্যা গুম, জুলুম নির্যাতন। প্রতিহিংসার জবাব প্রতিহিংসা দিয়েই হয়। হয়তবা কেউ জুলুম মেনে নেয় আবার কেউ প্রতিশোধ নিয়েই ছাড়ে। এর ফল হিসেবে পেশোয়ারে ভয়াবহ হামলা। রক্তের বন্যা, যা দেখে বিশ্ব হতভম্বিত। এখণ পাক সেনা অভিযান চালাবে, দ্বিগুণ নির্যাতন করবে। এই নির্যাতনের প্রতিশোধে আাবার মজলুমরাই আক্রমন করবে। এটাইতে হচ্ছে, হয়ে আসছে, তা হবার মতই। আমি ভয় করছি যে, বাংলাদেশের বর্তমান সরকার সেটাই করছে। এর ফল কখনো ভালো হয় না।

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

295548
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
জাতির চাচা লিখেছেন : চিন্তার কিছু নেই । দুর্বলদের হাতেই সবলের পরাজয় হবে
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৮
239173
ইসলামী দুনিয়া লিখেছেন : হতেও পারে। মন্ত্যবের জন্য ধন্যবাদ।
295550
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৯
হতভাগা লিখেছেন : পাকিস্তান দেশটা একেবারে ছ্যাড়াব্যাড়া হয়ে গেছে
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৮
239174
ইসলামী দুনিয়া লিখেছেন : তাই তো মনে হচ্ছে।
295587
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই নিরিহ স্কুল ছাত্ররা কি সেখানের হত্যাকান্ডের জন্য দায়ি??
কোনভাবেই এই হামলাকে সমর্থন করা যায়না। এটা কোনভাবেই ইসলাম অনুমদিত নয়।
১৯ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:১৯
239175
ইসলামী দুনিয়া লিখেছেন : অবশ্যই। তবে আমার মনে হয় পাকিস্তানি সেনার অতিরিক্ত বল প্রোয়গ অধিক শিশু নিহত হওয়ার জন্য দায়ী। যেমনটি হয়েছিল লাল মসজিদ দখল করা নিয়ে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File