অবিচারের পরিনতি কথা ভেবে ভয় পাচ্ছি।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:৩১:১৫ সন্ধ্যা

আমি যদিও কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। এগুলো দলের মধ্যে কোনটিই আমার মোটেও পছন্দ না। কারন এদের কোন দল পুরোপুরি ইসলামের সাথে জড়িত নয়। এ কথা শুনে অনেকেই হয়তবা আমাকে ধিক্কার দিবেন। এ কারনে যে, এতগুলো ইসলামী দল থাকতে আপনি বলছেন, পুরোপুরি ইসলামের সাথে জড়িত নয়? হ্যা, আমি বলব, কারন আমি ইসলামী নামধারী কোনটি কোনটি দলের অর্ন্তভুক্ত হব? কোন দলের সাথে কোন দলের মিল নেই। যেমন ধরুন আমি জার্কের পাটি দলে অর্ন্তভুক্ত হলাম। এরপর জামাতি/শিবির/আহলে হাদীস/চরমোনাই পীর এরা তো সবাই আমাকে গোমরাহ বলবে, বাস্তবে তাই অহরহ বলছে। এক দল আরেক দলকে পথভ্রষ্ট,গোমরাহ,জালেম, ইত্যাদি বলছে। এজন্য আমি কোন দলের সাথে সম্পৃক্ত নই এবং Click this link খাওয়ারো প্রোয়জন নেই। পন্ডিতি করে অনেক কথা বলে ফেললাম, এবার আসল কথায় যাই।

বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য সবকিছুই করছে। এমন কিছু বাকী নেই যা তারা করে না। খুন,গুম,মানবাধিকার লঙ্ঘন, জুলুম, জেল, জরিমানা, রাহাজানি, মোট কথা যারাই সরকারের কার্যক্রমের বিরোধীতা করছে, তাদের যেকোনভাবে কণ্ঠ রোধ করে দেওয়া হচ্ছে। যা আমরা গত কয়েক বছর ধরেই দেখছি। বিষয়টা রীতিমত আতঙ্কজনক গণমানুষের জন্য। দলীয় বিষয় নিয়ে আমি কখনোই মাথা ঘামায় না। কিন্তু যখন সরকার ইসলামের বিরুদ্ধে কিছু করে যেমন-

* কেউ কাউকে বোরকা করতে বাধ্য করতে পারবে না,করলে মামলার পথ খোলা আছে। তবে নিষেধ করতে পারবে, যা আপনারাই জানেন।

* ধর্ষনের বিচার নেই, যার কারনে প্রতিদিন ধর্ষিত হতেই আছে

* রের্কডভঙ্গকারী ইসলামের উপর কটুক্তি

* রেকর্ডভঙ্গকারী নবী ও আল্লাহ তথা ইসলামকে গালাগালি

* রেকর্ডভঙ্গকারী বোরকা পরা নারীদের গ্রেপ্তার ও বাধাদানকারী

* রেকর্ডভঙ্গকারী আলেম ওলামাদের গ্রেপ্তার

* রের্কডভঙ্গকারী গণহত্যা

* রের্কডভঙ্গকারী ভারত থেকে ফেন্সিডিল চোরাচালান, আমি দেখেছি যেহেতু বর্ডার এলাকায় আমার বাড়ি

* রেডর্ক ভঙ্গকারী সংবিধানে আল্লাহর উপর আস্থা ও মুসলিম নাম নিয়ে বাবাড়ি

* রের্কড ভঙ্গকারী ইয়াবা সেবকারী


আরো অনেক কিছু। যা বলতে গেলে গোটা রাত শেষ হয়ে যাবে হয়তবা। অথচ দুঃখজনক যে, এতগুলো অপরাধ করলে কোন অপরাধ না। যখন আলেমওলামারা এই গুলোর প্রতিবাদ করে, তখন বলে সরকার বিরোধী কথা বা রাজনৈতিক কথা। হায় আফসোস এই মজলুমের জন্য। আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর। জানি কোন পাপের জন্য আমাদের এই শাস্তি। তুমি আমাদের ক্ষমা কর। কারণ এ শাস্তি আমাদেরই কর্মের ফল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যত বিপর্যয় তা তোমাদের কর্মের ফল। হ্যা

আমাদের কর্মের ফল, বড় কারন কোরআন হাদীস থেকে দুরে সরে যাওয়া। হক্বপন্থদের গোমরাহ বলে দুরে সরে যাওযা।

অতএব সময় থাকতে সব বাদ দিয়ে মুসলিম হয়ে যান।

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291519
০৫ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
হতভাগা লিখেছেন : * সামর্থ্য থাকলে পুরুষদের ৪ টা বিয়ে করার অনুমতি আল্লাহর দিয়ে রাখলেও সেখানে প্রথম স্ত্রীর অনুমতি নেবার মনুষ্য আইন বানানো হয়েছে

০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০০
235243
ইসলামী দুনিয়া লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৩৩
235246
হতভাগা লিখেছেন : এখানেই কবি নিরব ।

আল্লাহর বানী/আইন কি ইসলামী দুনিয়ার বাইরের আইন ?
291558
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২২
ভিশু লিখেছেন : বাংলাদেশের ইতিহাসে এই সরকারের চেয়ে ইসলামের এতবেশি ক্ষতিসাধন এবং মুসলিমদের অন্তরে এতবেশি আঘাত আর কেউ করেনি।
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০১
235244
ইসলামী দুনিয়া লিখেছেন : তাই তো মনে হয়।
291588
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৫৪
আফরা লিখেছেন : আল্লাহ তুমি আমাদের ক্ষমা কর। জানি কোন পাপের জন্য আমাদের এই শাস্তি। তুমি আমাদের ক্ষমা কর ।আমীন
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০১
235245
ইসলামী দুনিয়া লিখেছেন : সহমত পোষন করার জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File