(ফান পোষ্ট) বেয়ায়দের জন্য অফার জেতার কিছু শর্ত (বেয়াইনরাও সাথে থাকতে পারেন)
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২১ নভেম্বর, ২০১৪, ১১:৩১:১১ সকাল
প্রিয় বেয়ায়গণ
আপনার আদর্শ পুত্রবধু পাওয়ার জন্য কিছু শর্ত পালন করতে হবে। আপনি অবশ্যই চান আপনার পুত্রবধু আদর্শ হোক, সাংসারিক হোক, পর্দানশীল হোক, ভদ্র-নম্র হোক, মোট কথা আপনার পুত্রবধু আপনার মনের মত পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকেই পালন করতে হবে। পরে যাতে বলতে না পারেন আমার পুত্রবধু খারাপ, বা নেগেটিভ অন্য কিছু তাই, আপনার ছেলেকে আগে ভালো করতে হবে তারপর ভালো পুত্রবধু আশা করতে হবে। এমনটা যাতে না হয়, আমার ছেলে তো মদখোর, জুয়াড়ু, কিন্তু পুত্রবধুটা যেন নামাজি, পর্দানশীল হয়। তাই আপনার কিছু শর্ত পালন করতে হবে-
১। আপনার ছেলের বয়স যথন সাত বছর তখন তাকে তার আম্মুর কাছ থেকে দোয়া দরুদ ও সূরা শিখতে ও শিখাতে উৎসাহ প্রদান করতে হবে।
২। আপনার সাথে মসজিদে নামাজে নিয়ে যান, ওজু করতে শিখান, যতদুর পারায় আপনার সাথে আমলগুলোর সাথে পরিচিত করাতে হবে।
৩। আপনার ছেলের প্রাইমারী স্কুল হচ্ছে ওর আম্মু মানে আমাদের বিয়াইন। তারপর যে কোন স্কুলে ভর্তি করেন না কেন, তাকে পাশাপাশি আরবি শিক্ষা দিন।
৪। টাখনুর উপর কাপড় সেলায় করে দিন, যাতে এভাবেই অভ্যস্ত হতে থাকে।
৫। কোন ভুল করলে, রাগ না গিয়ে আদর করে ভুল বুঝিয়ে দিন।
৬। যে কোন লেখাপড়ার পাশাপাশি আরবি জ্ঞান তথা কোরআন হাদীস নিয়ে তার সাথে আলোচনা করুন, বাসায় কম্পিউটার থাকলে শিক্ষা দিন, পৃথিবী সর্ম্পকে ধারনা দিন।
৭। ছেলের সামনে স্বামী-স্ত্রী মানে (বেয়ায়-বেয়াইন) ঝগড়া করবেন না।
৮। এভাবে তিলে তিলে আপনার সন্তানকে যোগ্য ও পারদর্শী করে গড়ে তুলুন তারপর আমাদের মেয়েদের পুত্রবধু করার জন্য প্রাতিযোগীতা করুন। আশা করি বুঝতে পারছেন।
সবাই ভালো থাকুন ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেয়াই আর বেয়াইনদের সতর্ক দৃষ্টি কামনা করছি শর্তাবলী পর্যালোচনায়!
ঠিক আছে তো না-কী???
দেনমোহর কি ছেলের সামর্থ্য অনুযায়ী ধরে যতই পরহেজগার হোক না কেন ?
বিয়ের পর স্বামীর কথার উপর নিজের কথা চালাবেনা সংসারে ?
ঈদে নিজের জন্য ব্যাপক হারে খরচ করবে না বা কোন অনুষ্ঠানে যেতে সাজুগুজু করে সময়নষ্ট করবে না ?
সে জন্য নিজেকেই তৈরি করতে হবে আগে। ছেলে নিজের সামর্থ অনুযায়ী দেনমোহন দিবে, জোর করে ছেলের উপর বেশি চাপিয়ে দেয়া যাবে না, যেটা সে দিতে পারবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
বিয়ের পর যে স্বামীর অনুগত হয়েই তাকে চলতে হবে সেভাবে মেয়েকে গড়ে তুলতে হবে ।
বিয়ের জন্য আমাদের সমাজে ছেলেকে অনেক কিছু এচিভ করতে হয় । আর একটা মেয়ের হাত পা বেড়ে উঠলেই বাবা মা বিয়ের জন্য নামিয়ে দেয় । ক্লাস ফাইভ বা মাস্টার্স ডিগ্রী এখানে কোন মুখ্য বিষয় না ।
মেয়েকে একটা সংসারের হাল কিভাবে ধরতে হয় তা শিখায় না । যার ফলে শশুর বাড়ি তথা ছেলেকে মহা ঝামেলায় পড়তে হয় । কারণ বাইরেরটা যেহেতু ছেলে সামলায় ভিতরেরটা মেয়ে সামলাতে না চাওয়াতে সংসারে অশান্তি নেমে আসে ।
তাই ছেলের গার্জিয়ানদের পরামর্শ না দিয়ে পরামর্শ দিন মেয়ের অভিভাবকদের । একজন ছেলে সে যত ধার্মিক হোক বা ইয়ো ইয়ো হানি কিডস্ টাইপেরই হোক না কেন - তাকে তার স্ত্রীর ভরন পোষন করতে হবে । এটা মেয়ের অভিভাবকেরা জানে , জানে মেয়েটিও ।
কিন্তু মেয়েটি কি তার স্বামীর অনুগত হয়ে চলার মানসিকতা অর্জন করেছে বা তার অভিভাবকেরা কি তাকে সে শিক্ষা দিয়ে বিয়ের জন্য তৈরি করেছেন ?
মন্তব্য করতে লগইন করুন