বিয়ের জন্য কিছু জরুরী বিষয়
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৪ নভেম্বর, ২০১৪, ০৭:১৯:২৩ সন্ধ্যা
বিয়ের জন্য অবশ্যই মানসিক,শারিরিক ও আর্থিক ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। মাঝে মাঝে এমনটা হয়, যে বাবা-মা বিয়ের জন্য চাপ দিচ্ছে অথচ বর/কনে এটাকে বিরক্তিকর মনে করে। আবার এমনও হয় আর্থিক সমস্যার কারনেও অনেকেই বিয়ে করেনা বা এই সমস্যা মিটানোর (যৌতুক) জন্য বিযে করে। এজন্য যথাযথ প্রস্তুতি দরকার। সবথেকে বেশি যে প্রস্তুতির দরকার তা হলো, কর্মসংস্থান। যে নিজের খাবার যোগাড় করতে পারে না, সে কিভাবে দুইজনের খাবার,কাপড় অন্যান্য যোগান দিতে পারে? এতে নেমে আসে সংসারে কলহ এমনকি ভয়াবহ বিচ্ছেদ। বিয়ের জন্য নিজেকে উপযুক্ত মনে করলে কাজে নেমে পড়া দরকার-
বিযের জন্য করনীয় সমূহ:
* শশুরবাড়ী থেকে যৌতুক নেওয়ার আশা বাদ দিতে হবে
* নগদ দেন মোহর প্রদানের ব্যবস্থা করতে হবে পাত্রী দেখার আগেই
* পাত্রী দেখার সময় সমতা দেখতে হবে, যাতে অতি সুন্দরের সাথে অতি কুৎসিত
না হয়
* পাত্রীর দ্বীনদারিত্ব আগে দেখা উচিত তারপর অন্য কিছু
* পাত্রী দেখার সময় অন্য পুরুষকে সাথে নেওয়া যাবে না, তবে মা, বোনকে, খালা ও চাচীদেরকে নেওয়া যায়
* দুই পক্ষই ভালোভাবে বোঝাশুনা করে নিতে হবে, যাতে বিযের পর সমস্যা না হয়
* যত পারা কম দেনমোহর প্রদান করা উচিত
* হৈহুল্লা না করে কম সংখ্যক লোক নিযে বিয়ে সম্পন্ন করা উচিত
* বিয়ের পরদিন বর ওলিমা করতে পারে সামর্থ অনুযায়ী।
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
* পাত্রী ঘরে কি রকম ভাবে চলে তা জানার সবচেয়ে ভাল সোর্স হবে তাদের বুয়া ।
এটার সাথে আমি একমত নই। সাধারণতো যেসব বিষয়ে সমস্যা হওয়ার কথা সেগুলো বিয়ের আগে কখনোই বোঝাপড়া করা সম্ভব নয়।
মন্তব্য করতে লগইন করুন