সাহায্য চাই সন্তানের নাম নিয়ে
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৭ নভেম্বর, ২০১৪, ০৭:১২:৪৬ সন্ধ্যা
আলহামদু লিল্লাহ, আল্লাহ আমাদের একটি কন্যা সন্তান দান করেছে আজ ১৪ দিন হল। আকিকা দিয়ে সন্তানের নাম রেখেছি "ফারিহা বিনতে খুলুদ" কারণ আমার স্ত্রীর নাম "খালেদা"। নামটা কি ঠিক হয়েছে? ইসলামী ভাইবোনদের কাছে জানতে চাচ্ছি। কারো জানা থাকলে আশা করি জানাবেন, তাহলে অনকে উপকৃত হব।
বিষয়: বিবিধ
১৬৬০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার মেয়ের জন্য দোয়া রইলো।
আক্বিকা দিয়েছেন আলহামদুলিল্লাহ!
'ফারিহা বিনতে খুলুদ' সমীচিন হয় নি! মায়ের নাম যেহেতু খালেদা তো খুলুদ কোথা হতে আসল?'ফারিহা বিনতে খালেদা'ই রাখতে হবে!
তবে ফারিহা বিনতে (বাবার নাম) হলে ভাল হবে।
মন্তব্য করতে লগইন করুন