কলিজার টুকরো বোনদের জন্য কিছু কথা
লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ২২ অক্টোবর, ২০১৪, ০৭:২৯:১০ সন্ধ্যা
আমি আমার জীবনে থেকে দেখেছি, নারীরা (আমার মা বোনেরা) একটু বোকা। আর এটা কুরআনেই বলা আছে , নারীরা পুরুষ থেকে কিছু দুর্বল। তারা একটু আশ্বাসে আশস্ত হয়ে যায়, এবং খুব দ্রুত নারীরা পাল্টে যায়। এটাও হাদীসে বলা আছে , মন’ হচ্ছে মরুভূমিতে উড়ানো পালকের মত, যা বাতাসে একবার এদিকে একবার ওদিকে যায়। এজন্য মন কে কলব বলা হয়, যার অর্থ দ্রুত পরিবর্তনশীল। জান্নাতে আম্মজান হাওয়া ও আদি পিতা আদম আ: কে যখন শয়তান প্রোরোচনা দিল, আদমকে দুর্বল করতে পারেনি কিন্তু হাওয়াকে সহজেই ঘায়েল করে ফেলেছিল। তাই এসব থেকে বুঝা যায় নারীরা সহজেই পরিবর্তনশীল। প্রতিদিন ঘটনাগুলো দেখলে বুঝা যায় পরকীয় কত ভয়াবহ আকার ধারন করেছে। ঢাকায় লাবনী নামে এক গৃহবধু একাদশ শ্রেনীর এক ছেলের সাথে অবৈধ প্রেমে পড়ে দুই সন্তানের জনক স্বামী হত্যা করেছে। ভাবতে পারেন বিষয়টা কতটা ভয়াবহ? এগুলো একটা না হাজার হাজার। আমি আজকে শহর থেকে বাড়ি আসার সময় বাসে দেখলাম, একটি মেয়ে জানালার পাশে সিটে বসে। মেয়ে হওয়ায় আমি সিট খালি থাকাতেও অন্য সিটে বসলাম। গাড়ি চলতে শুরু করল, ভীরের কারনে সুপারভাইজার একটি তরুন ছেলেকে মেয়েটির পাশে বসাল। ছেলেটির সাথে আরো একজন ছিল, সে দাড়িয় রইল। মেয়েটি নিজ মনে ফোনে কথা বলছে, এদিকে ছেলেটি বার বার মেয়েটির দিকে তাকাচ্ছে। কিছুক্ষন পর ছেলেটি ফোন বের করে কোথায় যেন কল দিয়ে স্টাইল করে কথা বলছে হয়তবা মেয়েটিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এরকম হরহামেশাই হচ্ছে
ছেলেরা (সবাই না)এরকমি করে, কোন সুন্দরী মেয়েকে দেখলে তার পিছু নেয়, যে করেই হোক একবার পাশে চাই। শুরু হয় মিথ্যা ফাঁদ আর এভাবেই প্রতারনা, হয়ত ছেলে হয়তাবা মেয়ে। তবে মেয়েরাই বেশি হয়।
আবার সেই ছেলেটিই ঐ মেয়েকে বিয়ে করতে নারাজ। কারন হিসেবে সে বলে এরকম খারাপ মেয়েকে আমি বিয়ে করব? কি আজব? আর নারীরাই বা কেমন? শেষমেস সেই বোনের আত্মহত্যা অথবা ব্লাকমেইল অথবা গোপন ছবি প্রকাশ। তাই আমি আমার সব মা বোনদের কে বলব আপনারা বাবা মায়ের সিদ্ধান্তই সন্তুষ্ট থাকুন। ইসলামী বিধান সমূহ পালন করুন। নিজে কোন সিদ্ধান্ত নিয়ে নিজেকে ছোট করবেন না। কারণ আপনারা জানেননা আপনারা কতটা মূল্যবান। তাই এখনই সিদ্ধান্ত নিন কি চান।
শেষমেষ, একজন জ্ঞানী লোকের নারী পুলিশের বিষয়ে একটা কথা উদ্ধৃতি দিই,
নারীরা তোমরা নাকি জনগনের জান মালের নিরাপত্তা দিবে? অথচ তোমার যে সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে তা পাহারা করতে তো দশজন পুলিশ লাগে।
বিষয়: বিবিধ
১৩৭৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার সেই আদিপাপের দায় নারীর কাধে ?
যে নারী বোকা ,সেই নারীকে ভালোবেসে তো সহজেই ঠিক পথে ফিরিয়ে আনা যাবে,নাকি?
তো সেই চেষ্টা কয়জন পুরুষ করে?
আর এটাও নিশ্চয় জানেন নারী ভালোবাসাময়,তাকে একটু ভালোবাসুন,সে কয়েকগুন বেশী ভালোবাসবে।
যেসব পরিবারে দু:খজনক ঘটনা ঘটছে তার দায় কি স্বামীরা এড়াতে পারবেন?আল্লাহ কিয়ামতের দিন তো এদের কাছে হিসাব চাইবেন.
মন্তব্য করতে লগইন করুন