আমরা রাষ্ট্র আর দল নামক জেলখানায় বন্দি

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ১৯ অক্টোবর, ২০১৪, ০৬:৪৩:৪৩ সন্ধ্যা

একটা চাঁদ, একটি দিন, একটি রাত, একটি সূর্য, একটি আকাশ, গোটা মুসলিম উম্মাহ একটি দেহ, একজন খলিফা/আমির, একজন আল্লাহ। আল্লাহু আকবার।

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গোটা মুসলিম উম্মাহ একজন দেহের মত। দেহের কোন জায়গায় যদি কাটা ফুটে তাহলে গোটা দেহ ব্যাথিত হয়। অথচ আজকে পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, সাহায্য পাওয়ার জন্য চিৎকার করছে, আর আমরা নিজ নিজ রাষ্ট্রিয় নামক জেলখানায় বন্দি। বন্দি নিজ নিজ ভিন্ন ভিন্ন আমিরের শিকলে। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত ছিল, খলিফা উমরের রা: মত, সালাউদ্দিন আয়ুবীর মত তারা একজন দুরদেশের মুসলিম বোনের চিৎকারে হাজার হাজার কিমি পথ পেরিয়ে সাহায্য করেছিলেন মুজলুমদের।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276155
১৯ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
বন্যা ইসলাম লিখেছেন : একটা চাঁদ, একটি দিন, একটি রাত, একটি সূর্য, একটি আকাশ, গোটা মুসলিম উম্মাহ একটি দেহ, একজন খলিফা/আমির, একজন আল্লাহ।

এইবার আল্লাহু আকবার বলে মানুষের কল্লা কাটো.......।
২০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩০
220177
ইসলামী দুনিয়া লিখেছেন : যে অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো। আর যে একজন নিরঅপরাধ মানুষের জীবন বাঁচালো সে যেন গোটা মানব জাতীকে রক্ষা করলো। পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।
276293
২০ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৪
বন্যা ইসলাম লিখেছেন : সূরা ৮ঃ১২ : যখন নির্দেশ দান করেন ফেরেশতাদিগকে তোমাদের পরওয়ারদেগার যে, আমি সাথে রয়েছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের চিত্তসমূহকে ধীরস্থির করে রাখ। আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করে দেব। কাজেই গর্দানের উপর আঘাত হান এবং তাদেরকে কাট জোড়ায় জোড়ায়।

সূরা ৯ঃ৫ : অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদের হত্যা কর যেখানে তাদের পাও, তাদের বন্দী কর এবং অবরোধ কর। আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানে ওৎ পেতে বসে থাক। কিন্তু যদি তারা তওবা করে, নামায কায়েম করে, যাকাত আদায় করে, তবে তাদের পথ ছেড়ে দাও। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা ৯ঃ২৯ : তোমরা যুদ্ধ কর আহলে-কিতাবের ঐ লোকদের সাথে, যারা আল্লাহ ও রোজ হাশরে ঈমান রাখে না, আল্লাহ ও তাঁর রসূল যা হারাম করে দিয়েছেন তা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না করজোড়ে তারা জিযিয়া প্রদান করে
২০ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৬
220307
ইসলামী দুনিয়া লিখেছেন : ধন্যবাদ। আপনি তিনটি আয়াত উল্লেখ করছেন। আমি এর উত্তর প্রথম কমেন্টেই দিয়েছি। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে। তবে ন্যায় সংগত হত্যা আইনত। যেমনটি আপনি আয়াতগুলোতে উল্লেখ করছেন। মুসলিমরা সবাইকে জীবনের নিরাপত্তা দেয়, তবে যারা আইন ভঙ্গ করে তাদের ব্যাতীত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File