ষড়যন্ত্রকারীরা দুর্বল প্রকৃতিরই হয়ে থাকে।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৭ অক্টোবর, ২০১৪, ১২:০১:১১ দুপুর

ধারাবাহিক বিভিন্ন ঘটনা থেকে বুঝা যাচ্ছে, দুর্বলরাই (মানসিকভাবে,আথিকভাবে,অথবা রাজনৈতিকভাবে) ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে থাকে। এটা বিশেষ ভাবে ইহুদী, খ্রিষ্টান, হিন্দু, বৈদ্ধ ও শীয়াদের দ্বারা হয়ে আসছে। আমরা যদি রসুল সা: এর সময়ের সময়ের ঘটনাগুলো দেখি, তাহলে দেখতে পাব, মদীনার ইহুদীরা রসুল সা: এর আগমনে ভীষন ক্ষুদ্ধ ছিল, কিন্তু তারা না পারছিল সইতে না পারছিল কইতে। তাই তারা বিভিন্ন প্রকার ষড়যন্ত্র এর আশ্রয় নিয়েছিল। একটি ঘটনা ছিল এরকম-

মদীনার কিছু ইহুদী রসুর সা: কে কোন এক কারণে তাদের এলাকাতে নিয়ে গিয়েছিল, বড় একটা দেয়ালের পাশ্বে রসুল সা: বসে ছিলেন, এমতাবস্থায় ইহুদীরা ষড়যন্ত করল দেয়ালের উপর থেকে পাথরের চাক্কি ফেলে রসুল সা: কে পৃথিবী থেকে বিদায় করে দিতে, কিন্তু আল্লাহ দ্রুত রসুল সা:কে জানিয়ে দিলেন এবং মহানবী সা: দ্রুত সাহাবীদের নিয়ে সেই স্থান ত্যাগ করলেন।অনুরুপ হিন্দুরা বালাকোটে ময়দানে মুসলমানদের সাথে যুদ্ধে টিকতে না পেরে ষড়যযেন্ত্রর আশ্রয় নিয়েছিল। সালাউদ্দিন আয়ুবীর সাথে টিকতে না পেরে খ্রিষ্টানরা চক্রান্তের আশ্রয় নিয়েছিল, স্পেনে মুসলমানদের কাছে হেরে গিয়ে বার বার ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে মুসলিমদের উতখাত করেছিল, ঠিক তেমনি হক্কপন্থি মুসলিমদের বিরুদ্ধে শীয়ারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মুসলিমরা কখনো ষড়যন্ত্রের আশয় নেয় না। এই শীয়ারা আরব বসন্তের নামে সুন্নি শাষকদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দিয়েছে আর সিরিয়াতে যারা শীয়া দাবী করে না তাদেরকে হত্যা করতে উস্কে দিচ্ছে। এগুলোই ষড়যন্ত্র।

বিষয়: বিবিধ

৯১৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272105
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৩
ফেরারী মন লিখেছেন : ষড়যন্ত্র হবেই। পৃথিবীর আদিকাল থেকে তা হয়ে আসছে। এটা নতুন কিছু নয়। তবে কোনো কোনো ষড়যন্ত্র সফল হয় আবার কোনটা বিফল।
272120
০৭ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৫
সুশীল লিখেছেন : ষড়যন্ত্র হবেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File