বহু দলের গ্রহনযোগ্যতা।

লিখেছেন লিখেছেন ইসলামী দুনিয়া ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:৫৯:৪৫ বিকাল

তোমরা দলে দলে বিভক্ত হয়োনা, এক আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারন কর। আল-কোরআন। কোরআনের এই বানী জানার পরেও আমাদের আলেম সমাজ একের পর এক দল উদ্ভাবন করতেই আছে। অন্যদের কথা বাদিই দিলাম, কিন্তু আলেমদের কাছ থেকে এটা আশা করেনি জনমানুষ। কত ভালো হতো যদি বাংলাদেশ নামক সুন্দর দেশটিতে একটিমাত্র দল থাকতো।সর্বোচ্চ জ্ঞানী মানুষটি প্রধানমন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী মারা গেলে অন্য জ্ঞানীগণ একজন জ্ঞানীকে ক্ষমতায় অধিষ্টিত করাতো।সবাই থাকতো তার দলের, কেউ আর বাইরের হতো না, কেউ দলীয় কারনে মারামারিতে লিপ্ত হতো না ,নিহত হতো না। কেউ কারো বিরুদ্ধে কাদা ছুড়াছুড়্ওি করতো না। বড়ই আফসোস আজ কি অবস্থা বহুদলীয় গনতন্ত্রের নামে, কই আমেরিকাতে তো এমনটি হচ্ছে না, অন্য কোন অমুসলিম দেশেও তো না। তাহলে মুসলিম দেশগুলোতে কেন এতটা দলাদলি।

এবার আসি আলেমদের কথায় মুসলিমদের একজন আমির থাকবে। মুসলিমরা তার শুনবে ও মানবে, যদিও সে হাবসী গোলামও হয়। কখনোই দুইজন আমির থাকতে পারবে না। কেউ যদি আলাদা দল তৈরি করার চেষ্টা করে প্রথম আমির তাকে দন্ড প্রদান করবে। কোন ভাবেই দুইজন নেতা/আমির গ্রহনযোগ্য হবে না। তাই আমরা দলাদলি না করে কোরআন ও হাদীস অনুযায়ী এক দলে অর্ন্তভুক্ত হই।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262455
০৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৮
কাজি সাকিব লিখেছেন : আল্লাহ আমাদের একতাবদ্ধ হয়ে জীবন-যাপন করার তৌফিক দান করুক,আমিন!
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৮
206654
ইসলামী দুনিয়া লিখেছেন : আমীন।
262540
০৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৪৮
কাহাফ লিখেছেন : বিভিন্ন দল উপদলে বিভক্ত বলেই তো আজ মুসলিমদের এ হীন অবস্হা।
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
206657
ইসলামী দুনিয়া লিখেছেন : ঠিক তাই ভাই।
তাই এসোনা এক হই।
262914
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২১
সায়িদ মাহমুদ লিখেছেন : “তোমরা দলে দলে বিভক্ত হয়োনা, এক আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারন কর” হুজুররা পড়ে এইসব আয়াত? পড়লেও হয়তো ‍বুঝেন না?
০৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৯
206660
ইসলামী দুনিয়া লিখেছেন : যদি বুঝতো তাহলে তয়তবা এতগুলো দল তৈরি করত না।
265640
১৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৫৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঐকবদ্ধ হওয়া জরুরী, কোরআন ও সহী হাদীস অনুযায়ী। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File