শুধরাবে কী আপু
লিখেছেন লিখেছেন অচীন পথিক ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৪১:৪৫ বিকাল
১.আপু আমি যদি আপনার
ঠোটে মাছের আইশ
ঘষে দিই
তবে আপনি কি করবেন?
___ বেয়াদব। এক
চড়ে তোমার সব
দাত
ফেলে দেব।
___
তাহলে ঠোটে লিপিস্টিক
লাগাইছেন ক্যান?
জানেন
না লিপিস্টিক
মাছের আইশ
দিয়ে তৈরি হয়।
২.
আপনি কি মুসলিম?
আপনি কি সতী?
___হ্যাঁ। কেন?
সন্দেহ হয়?
--- তাহলে টিপ
পরছেন ক্যান?
ইব্রাহিম
(আঃ) এর
কাহিনী পড়েন
নাই?
জানেন
না এটা বেশ্যাদের
চিহ্ন?
৩.
আপু আপনি কি চান
যে আপনার
স্কিন
ক্যান্সার হোক?
___কি যা তা বলছ।
কেউ কি চায়
যে তার এত বড়
একটা রোগ হোক।
___
তাহলে ওড়নাটা ভাল
করে গায়ে দেন।
২০০৪
সালে আমেরিকার
সমীক্ষা মতে মেয়েদের
স্কিন
ক্যান্সারের
প্রধান কারন
ওড়না না ব্যাবহার
করা।
৪.
আপনি কিসে পড়েন?
বিশ্ব্বদ্যালয়ে।
ওখানে কি লেখাপড়া শেখায়?
না অসভ্যতা শেখায়?
____ মানে কি?
ফাযলামি কর?
বড়দের
সম্মান
করতে জানো না।
____
না মানে আপনার
গায়ে গেঞ্জি আর
থ্রি কোয়ার্টার
প্যাণ্ট
দেখে মনে হচ্ছে না যে ওখানে পড়ালেখা শেখায়।
আর আপনি আমার
সামনে যা পরে এসেছেন
তাতে আমি আপনাকে অসম্মান
করছি না।
বরং আপনিই
নিজেকে অসম্মান
করার
বস্তু
হিসাবে ব্যাবহার
করছেন-
সেটাভেবে দেখবেন।
=> নিজেদের একটু
সচেতনতা জীবন
মরণ
আর
দোযখ
বেহেশতের
মাঝে ফারাক
গড়ে দিতে পারে।
বিঃদ্রঃ=>
লেখাগুলি জীবনের
পারিপার্শ্বিক
থেকে নেওয়া এবং এগুলি পুরাপুরি সত্য।
কারো সাথে মিলে গেলে আমাকে দোষ
দেয়ার
আগে নিজে ভালোভাবে ভেবে দেখবেন॥
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন