কমন ডায়ালগ
লিখেছেন লিখেছেন অচীন পথিক ০৮ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৫:২৪ দুপুর
১) বাবার
সাথে ঝগড়া চলাকালীন
সময় মায়ের কমন ডায়লগ,
“আমি বলে তোর
বাবার সাথে সংসার
করে গেছি, অন্য কোন
মহিলা হলে কবেই
চলে যেত”
(২) হোমওয়ার্ক
না আনার পর
ছাত্রছাত্রীদের কমন
ডায়লগ, “স্যার,
হোমওয়ার্ক
করেছি কিন্তু
খাতা ভুলে বাসায়
রেখে এসেছি”
(৩) লাইভ গানের
অনুষ্ঠানে গায়ক
গায়িকদের কমন ডায়লগ,
“আজ গলার অবস্থা একটু
খারাপ”
(৪) হরতাল
শেষে বিরোধী দলের
কমন ডায়লগ, “এই হরতাল
জনগণ সমর্থন করেছে”
এবং সরকারী দলের
কমন ডায়লগ, ““এই হরতাল
জনগণ প্রত্যাখ্যান
করেছে”
(৫)
ক্লাসে কথা বললে শিক্ষকের
কমন ডায়লগ,
“এটা কি মাছের
বাজার?”
(৬) পরীক্ষায় খারাপ
রেজাল্ট করলে বাবার
কমন ডায়লগ, “আমাদের
সময় আমরা এত কষ্ট
করে পড়েছি, আর
তোরা এত সুযোগ
সুবিধা পেয়েও পড়িস
না”
(৭) মোবাইল
হাতে বন্ধুদের
সাথে কমন ডায়লগ,
“ব্লুটুথ অন কর”
(৮) ফ্যান পেইজগুলোর
কমন ডায়লগ,
“ভালো লাগলে লাইক,
শেয়ার ও কমেন্ট করুন”
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্য মেয়েদের সংসারে অশান্তি সৃষ্টির ঘটনা শোনার পর মেয়েরা বলে :
যখন খুবই গুরুত্বপূর্ণ একটা খেলার শেষ মুহূর্তের ক্লাইমেক্স আসে তখন আপনার স্ত্রী বলে :
মন্তব্য করতে লগইন করুন