এই গল্প শেষ হবার নয়॥

লিখেছেন লিখেছেন অচীন পথিক ২১ আগস্ট, ২০১৪, ০২:১২:৫৩ দুপুর

এই শহরের কোন এক গলির

পাশে দাড়িয়ে থাকা বাড়ির

জানালা দিয়ে মাঝরাতে ফেলে দেয়া কোন

তরুণীর অসমাপ্ত গল্প কিংবা ডেড

নোট

কিংবা প্রাপকবিহীন চিঠির

পড়ে থাকা কাগজের অংশ প্রথম

সকালে কুড়িয়ে নিয়ে যায়

সিটি কর্পোরেশনের কোন

পরিচ্ছন্নতা কর্মী,সেই গল্প

শহরতলী ঘুরে জায়গা পায় কোন

ডাস্টবিনে পঁচে যাওয়া অর্ধেক

বনরুটির

পাশে।

বস্তির টোকাই

ছেলেটা মধ্যদুপুরে ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া সেই

বনরুটি খেতে খেতে স্বাক্ষী হয়ে যায়

সেই গল্পের কিংবা ডেড নোটের

কিংবা সেই বেওয়ারিশ চিঠির।

বস্তির

সেই টোকাইটা পরম

যত্নে গাঁজা পুরে নেয় সেই

কাগজের

টুকরো দিয়ে।

মাঝরাতে সেই গাঁজার মাদকতায়

টুকরো কাগুজে গল্পের

সত্ত্বাধীকারী পায়

ফুটপাতে পড়ে থাকা বিশ্ববিদ্যালয়ের

কোন বাউন্ডুলে যুবক।

তবুও গল্প ফুরোয় না.......

অভিমানী প্রেমিকার

ছুড়ে দেয়া ফুল

কুড়িয়ে মালা গাঁথে এই নগরীর

কোন

পথশিশু।এই নগরীর গল্প ফুরোয়

না,ফুরাবে না......

বিষয়: বিবিধ

১০৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262918
০৮ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৫
সায়িদ মাহমুদ লিখেছেন : ধারুণ হয়েছে বস, এই ষ্ট্যাইলে না লিখে গল্পের আকারে লিখলে বরং আরো বেশি ভাল হতো, ধারুণ এক গল্প ছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File