ভালোবাসায় ভাগ
লিখেছেন লিখেছেন আবু সাহেদ সরকার ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩১:৫৭ সকাল
আমায় পাওয়ার জন্য তুমি
থাকছো কবে থেকে,
তোমার আলো কবে তোমায়
রাখবে কখন ঢেকে।
সকাল সাঁঝে বাঁশের ফাঁকে
চরণ ধ্বনি তোমার বাঁজে,
গোপনে বাহক হৃদয় মাঝে
গেছে আমায় ডেকে।
ওগো নারী তোমায় বলি
হওনা ওতো রাগ,
তোমার ভালবাসা কাছেই রাখো
দিওনা কাউকে ভাগ।
বলার সময় এসেছে আজ
ফুরালো মোর যা ছিল কাজ,
বাতাস আসে, হে মহারাজ
তোমার গন্ধ মেখে।
***************************************************
আবু সাহেদ সরকার
সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।
নাট্যকার, তসাস থিয়েটার, গাইবান্ধা।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন