মৃত্যু পথের যাত্রী

লিখেছেন লিখেছেন আবু সাহেদ সরকার ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০০:৪০ বিকাল

কে বলে তুই নিঃস্ব হবি

মরণের পরে সব যে পাবি,

জীবনে তুই যা নিয়েছিস

প্রভূ তোমায় করবে দাবী।

এই দুনিয়ার মায়ায় এসে

খালি হাতে যাবি কি শেষে?

নেবার মতো যা আছে তোর

ভালো করে নে তুই সবি।

পাপেঁর আছে অনেক বোঁঝা

জমা করেছিস সব,

ক্ষয় করে তুই যাসরে যদি

বাঁচাবে তোকে রব।

এই পৃথিবীতে এসেছো তুমি

ক্ষমা করবেন অন্তর্যামী,

জান্নাতি বেশে চলরে হেসে

মৃত্যু পথের সেই উৎসবে।

****************************************

আবু সাহেদ সরকার

সাধারণ সম্পাদক, পল্লীকথা সাহিত্য পরিষদ, গাইবান্ধা।

পাঠচক্র বিষয়ক সম্পাদক, গাইবান্ধা জেলা সমকাল সুহৃদ সমাবেশ।

বিষয়: Contest_father

১৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265106
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
নোমান২৯ লিখেছেন : সুন্দর কবিতা |ধন্যবাদ ভাইয়া |
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:২৯
214112
আবু সাহেদ সরকার লিখেছেন : ধন্যবাদ টু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File