রোজেনবার্গ দম্পতির মর্মান্তিক হত্যাকান্ড

লিখেছেন লিখেছেন আমজনতার কথা ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৫:৫০ সকাল

বিশ্বের ইতিহাসে যে কয়টি ঠান্ডা মাথার হত্যাকান্ড ব্যাপক আলোড়ন তুলেছে তার মধ্যে অন্যতম RosenBerg Couple Murder.

দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক দুটি নিরস্ত্র নগরের উপর আনবিক বোমা নিক্ষেপের মাধ্যমে। যুদ্ধ ছিল তখন সমাপ্তির পর্যায়ে। জাপান আত্মসমর্পণের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল। আণবিক বোমা নিক্ষেপের তখন কোনো কারণ ছিল না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার আনবিক বোমার শক্তির একমাত্র অধিকারী এ কথা বুঝাবার জন্য জাপানের উপর আনবিক বোমা নিক্ষেপ করে।



ধূর্ত মার্কিন সমরনায়কদের আশঙ্কা ছিল আনবিক বোমা তৈরির ফর্মুলা ও কলা কৌশল মার্কিন নীতি বিরোধী কোনো বিজ্ঞানীর কাছে চলে যায় কিনা। এবং এমন কোনো বিজ্ঞানী যেন আনবিক বোমা তৈরির কৌশল জানতে না পারে তার জন্য সেই সমস্ত বৈজ্ঞানিককে গ্রেপ্তার করে হত্যা করার নীতি গ্রহণ করা হয়।

তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি দপ্তরে অনুসন্ধান চালাতে শুরু করে, এমন মানবতাবাদী বিজ্ঞানী রাষ্ট্রযন্ত্রের কোথায় থাকতে পারে। এরূপ অনুসন্ধানের মাধ্যমে তারা রোজেনবার্গ দম্পতি নামক এক বিজ্ঞান দম্পতির সন্ধান লাভ করে এবং এই বিষয়ে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয় জুলিয়াস ও এথেল রোজেনবার্গকে।

তাঁদের বিরুদ্ধে রাশিয়ায় তথ্য পাচারের অমূলক অভিযোগ আনা হয় (মূলত এটি ছিল একটি সন্দেহ মাত্র)। বলা বাহুল্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং আমেরিকা ছিল এক কাতারে জার্মানীর বিরুদ্ধে।

বলা হয়ে থাকে, রাশিয়া আক্রমণ ছিল হিটলার এর সবচেয়ে বড় ভুল।

সত্যি বলতে কি, রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্রের কাছে নয়, স্টালিনের পোড়ামাটি নীতি আর হিমাংকের নীচের ঘাতক শীত এর কাছে হেরে যায় জার্মান বাহিনী। হিটলার যদি রাশিয়া আক্রমণ না করতেন তাহলে জয়ী বেশে হোয়াইট হাউজে বসে কফি খেতে পারতেন। সে যাই হোক।

এরপর ১৯৫৩ সালের ১৯ শে জুন সাজানো বিচারের মৃত্যুদন্ড রায়ের ভিত্তিতে এই দম্পতিকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে হত্যা করা হয়।

বিশ্বশান্তির মোড়লদের শান্তি প্রতিষ্ঠার একটি উদাহরণ !!

বিষয়: রাজনীতি

১৫৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269099
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৫
আহ জীবন লিখেছেন : বিশ্বশান্তির মোড়লদের শান্তি প্রতিষ্ঠার একটি উদাহরণ !
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
212863
আমজনতার কথা লিখেছেন : উম শান্তি! উম শান্তি!!
269101
২৭ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৭
মামুন লিখেছেন : ধিক বিশ্বশান্তির মোড়লদের প্রতি!!
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Thumbs Up Good Luck Good Luck
২৭ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:০১
212862
আমজনতার কথা লিখেছেন : সাথে থাকার জন্য আপনিও ধন্যবাদ জানুন। বারাকামুল্লাহ ফিক।
269164
২৭ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় ভাইয়া। এজন্যই বুঝিবা তারা বিশ্ব মোড়ল হবার যোগ্যতা অর্জন করেছে!!! গুরুত্বপূর্ণ এই লিখাটির জন্য জাযাকাল্লাহু খাইর।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৭
213298
আমজনতার কথা লিখেছেন : ওয়ালাইকুম সালাম আপুজি। জ্বি, এজন্যই তাহারা বিশ্বমোড়ল।
269194
২৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১২
আফরা লিখেছেন : গুরুত্বপূর্ণ এই লিখাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
213300
আমজনতার কথা লিখেছেন : আপনাকেও লেখাটি পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। কুড়িয়ে পাওয়া ইতিহাসগুলি নিয়ে পরে আরো লিখার ইচ্ছে আছে।
269301
২৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই ঘটনা নিয়ে একটি তথ্যপুর্ন লিখা কিছুদিন আগে সাংবাদিক শফিক রেহমান লিখেছেন। মজার ব্যাপার এই রোসেনবার্গ দম্পতি কিন্তু ইহুদি! কিন্তু এতে কোন তথাকথিত এন্টি-সেমেটিজম দেখতে পায়নি কেউ।
২৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:০১
213303
আমজনতার কথা লিখেছেন : ধন্যবাদ। শান্তির(!)ফেরিওয়ালারা তাদের তথাকথিত শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যাদেরকে আপদ মনে করে তাদেরকে সরিয়ে দেয়।
270103
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:৫৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ওরা মিথ্যা সন্দেহে ইহুদীদের হত্যা করলে উদারপন্থায় মাফ হয়ে যায়। আর এই কাজ যদি কোন মুসলিম রাষ্ট্র করত, তারপর না দেখা যেত মজা!
৩০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৯:৫১
214119
আমজনতার কথা লিখেছেন : তখন তারা ন্যাটোর মাধ্যমে বা মিত্রশক্তি গঠন করে সে দেশে বোমা হামলা করার উছিলা খুঁজতো। Worried
270608
০১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৪
আবু জান্নাত লিখেছেন : অত্যান্ত দুঃখজনক, মুসলিম স্বাসকরা আজ সেই অমানুষদের পা চা চাটা গোলাম হয়ে রয়েছে। কারণ মুসলিম শ্বাসকরা মৃত্যুর ভয় আর দুনিয়ার লোভলালসায় ডুবে আছে।
273640
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : এটা নতুন নাকি? যুগে যুগে ঘটানো হচ্ছে নাটকিয়তা সাথে ট্রাজেডি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File