রোজেনবার্গ দম্পতির মর্মান্তিক হত্যাকান্ড
লিখেছেন লিখেছেন আমজনতার কথা ২৭ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৪৫:৫০ সকাল
বিশ্বের ইতিহাসে যে কয়টি ঠান্ডা মাথার হত্যাকান্ড ব্যাপক আলোড়ন তুলেছে তার মধ্যে অন্যতম RosenBerg Couple Murder.
দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি নামক দুটি নিরস্ত্র নগরের উপর আনবিক বোমা নিক্ষেপের মাধ্যমে। যুদ্ধ ছিল তখন সমাপ্তির পর্যায়ে। জাপান আত্মসমর্পণের পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছিল। আণবিক বোমা নিক্ষেপের তখন কোনো কারণ ছিল না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তার আনবিক বোমার শক্তির একমাত্র অধিকারী এ কথা বুঝাবার জন্য জাপানের উপর আনবিক বোমা নিক্ষেপ করে।
ধূর্ত মার্কিন সমরনায়কদের আশঙ্কা ছিল আনবিক বোমা তৈরির ফর্মুলা ও কলা কৌশল মার্কিন নীতি বিরোধী কোনো বিজ্ঞানীর কাছে চলে যায় কিনা। এবং এমন কোনো বিজ্ঞানী যেন আনবিক বোমা তৈরির কৌশল জানতে না পারে তার জন্য সেই সমস্ত বৈজ্ঞানিককে গ্রেপ্তার করে হত্যা করার নীতি গ্রহণ করা হয়।
তাই তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি দপ্তরে অনুসন্ধান চালাতে শুরু করে, এমন মানবতাবাদী বিজ্ঞানী রাষ্ট্রযন্ত্রের কোথায় থাকতে পারে। এরূপ অনুসন্ধানের মাধ্যমে তারা রোজেনবার্গ দম্পতি নামক এক বিজ্ঞান দম্পতির সন্ধান লাভ করে এবং এই বিষয়ে ভিত্তিহীন অভিযোগে গ্রেপ্তার করা হয় জুলিয়াস ও এথেল রোজেনবার্গকে।
তাঁদের বিরুদ্ধে রাশিয়ায় তথ্য পাচারের অমূলক অভিযোগ আনা হয় (মূলত এটি ছিল একটি সন্দেহ মাত্র)। বলা বাহুল্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া এবং আমেরিকা ছিল এক কাতারে জার্মানীর বিরুদ্ধে।
বলা হয়ে থাকে, রাশিয়া আক্রমণ ছিল হিটলার এর সবচেয়ে বড় ভুল।
সত্যি বলতে কি, রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্রের কাছে নয়, স্টালিনের পোড়ামাটি নীতি আর হিমাংকের নীচের ঘাতক শীত এর কাছে হেরে যায় জার্মান বাহিনী। হিটলার যদি রাশিয়া আক্রমণ না করতেন তাহলে জয়ী বেশে হোয়াইট হাউজে বসে কফি খেতে পারতেন। সে যাই হোক।
এরপর ১৯৫৩ সালের ১৯ শে জুন সাজানো বিচারের মৃত্যুদন্ড রায়ের ভিত্তিতে এই দম্পতিকে বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে হত্যা করা হয়।
বিশ্বশান্তির মোড়লদের শান্তি প্রতিষ্ঠার একটি উদাহরণ !!
বিষয়: রাজনীতি
১৫৪৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন