বুন্ধ রুপম, ফিরে আয় আলোর পথে।

লিখেছেন লিখেছেন সত্যকথা ০৭ সেপ্টেম্বর, ২০১৪, ০৫:৫৭:৪৪ বিকাল

আমি টাস্কিত হয়ে গেলাম। বন্ধু রুপমকে দেখলাম বাংলাবাজার মোড়ে। ক্লাসের সময় ওকে রাস্তায় পাওয়া পৃথিবীর নবম আশ্চর্য! হাতে পুরাতন জুতার ব্যাগ। বললাম কি ভিতরে? জুতা। ঠিক করতে হবে।

কার অগুলো?

বুন্ধুর জবাব আমার।

সন্দেহ হলো। হঠাত টান দিয়ে ব্যাগ খুলেই আমি টাস্কিত। লেডিস স্যান্ডেল।

বুঝলাম স্যান্ডেল জোড়া বুন্ধর প্রেমিকার।

বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রটিকে ক্লাস ফাঁকি দিয়ে প্রেমিকার জুতা মেরামত করতে দেখে হতবাক হয়ে গেলাম।

কতটা প্রেমের এতিম হলে এ কাজটি করা সম্ভব। আমাদের সমাজে আজ রুপমদের অভাব নেই। রুচি, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে প্রেমিকার পায়ের জুতা মেরামত করে রুপমেরা তৃপ্তির ঢেকুর তুলে ভাবে ' পাইলাম। আমি উহাকে আজি পাইলাম।'

বুন্ধ রুপম, ফিরে আয় আলোর পথে।

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

262685
০৭ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
সায়িদ মাহমুদ লিখেছেন : হা হা প্রিয়ার কি রূপ সেই জানে সেই জানে যে কখনো ভালবাসে, Happy
262716
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:২৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : প্রেম মানুষকে অন্ধ করে দেয়; ওটা যে প্রেমই হোকনা, নারী প্রেম, দেশ প্রেম, ধর্ম প্রেম ইত্যাদি।
262728
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মজনু সেই কুত্তার পা স্পর্শ করেছিল যেটা লায়লার ঘরের সামনে নিয়মিত যায়!!!!
262766
০৭ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৩২
হতভাগা লিখেছেন : আপনার বন্ধুকে মনে হয় তার প্রেমিকা তাদের বাসার কাজের ছেলে হিসেবে নিয়োগ দিয়েছে । পড়াশুনা করে এরকম কিছু একটা হতে পারা হয়ত তার জীবনের লক্ষ্য ছিল ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File