নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে আর পাপীরা যাবে জাহান্নামে -----সুরা ইনফিতার
লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ০৬ অক্টোবর, ২০১৪, ১২:১৭:৪৫ রাত
﴿يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ﴾
৬) হে মানুষ ! কোন জিনিষ তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে ,
﴿الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ﴾
৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন , তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন
﴿فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ﴾
৮) এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন ৷
﴿كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ﴾
৯) কখনো না, বরং ( আসল কথা হচ্ছে এই যে ) , তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো৷
﴿وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ﴾
১০) অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে ,
﴿كِرَامًا كَاتِبِينَ﴾
১১) এমন সম্মানিত লেখকবৃন্দ ,
﴿يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴾
১২) যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে৷
﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ﴾
১৩) নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে
﴿وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ﴾
১৪) আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে ৷
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইরান।
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ ! আমি পাপী কিন্তু আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা না করলে ধ্বংস হয়ে যাব। আপনি ক্ষমা করুন এবং আপনার শাস্তি থেকে মুক্তি দিন,সবসময় আপনার শান্তির মধ্যে রাখুন
আ মী ন আ মী ন
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
মন্তব্য করতে লগইন করুন