নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে আর পাপীরা যাবে জাহান্নামে -----সুরা ইনফিতার

লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ০৬ অক্টোবর, ২০১৪, ১২:১৭:৪৫ রাত

﴿يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ﴾

৬) হে মানুষ ! কোন জিনিষ তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোঁকায় ফেলে রেখেছে ,

﴿الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ﴾

৭) যিনি তোমাকে সৃষ্টি করেছেন , তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে গড়েছেন

﴿فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ﴾

৮) এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন ৷

﴿كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ﴾

৯) কখনো না, বরং ( আসল কথা হচ্ছে এই যে ) , তোমরা শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করছো৷

﴿وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ﴾

১০) অথচ তোমাদের ওপর পরিদর্শক নিযুক্ত রয়েছে ,

﴿كِرَامًا كَاتِبِينَ﴾

১১) এমন সম্মানিত লেখকবৃন্দ ,

﴿يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ﴾

১২) যারা তোমাদের প্রত্যেকটি কাজ জানে৷

﴿إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ﴾

১৩) নিসন্দেহে নেক লোকেরা পরমানন্দে থাকবে

﴿وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ﴾

১৪) আর পাপীরা অবশ্যি যাবে জাহান্নামে ৷

বিষয়: বিবিধ

১৩৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271813
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:৫২
মাটিরলাঠি লিখেছেন :
Rose Rose Rose Rose
জাজাকাল্লাহু খাইরান। Good Luck Good Luck
271860
০৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৯
দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ ! আমি পাপী কিন্তু আপনি ক্ষমাশীল। আপনি ক্সমা না কররে ধ্বংস হয়ে যাব। অপনি ক্ষমা করুন এবং আপনার শাস্তি থেকে মুক্তি দিন,সবসময় আপনার শান্তির মধ্যে রাখুন
271936
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

দ্য স্লেভ লিখেছেন : ইয়া আল্লাহ ! আমি পাপী কিন্তু আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমা না করলে ধ্বংস হয়ে যাব। আপনি ক্ষমা করুন এবং আপনার শাস্তি থেকে মুক্তি দিন,সবসময় আপনার শান্তির মধ্যে রাখুন

আ মী ন আ মী ন

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
271942
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৫৮
আফরা লিখেছেন : জাজাকাল্লাহ খাইরান ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File