আনন্দের মাত্রাটাই ছিল বেশি
লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ০৫ অক্টোবর, ২০১৪, ০৩:৪৫:৩৬ দুপুর
জীবনে প্রথম গরু কিনলাম আজ ।প্রচণ্ড খরতাপ ও নোংরা গন্ধে কিছুটা কষ্ট হলেও হাফিজ ,মুকাদ্দিম , ফাহিম ও আমাদের স্কুল কর্মী নওফেলদের উচ্ছাসে আনন্দের মাত্রাটাই বেশি ছিল ।
আগামিকাল সবাইকে রমনা থানা শিবিরের পক্ষ থেকে আমন্ত্রণ রইল ।
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেই মুহাম্মাদ রসুলুল্লাহর ﷺ আদর্শের পতাকাবাহীদের জন্য প্রাণঢালা দোয়া
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
তবে সাবধান। উপরের মন্তব্যটা সত্যি হয়ে যেতে পারে।
মন্তব্য করতে লগইন করুন