মানবতা চাই , অধিকার চাই , স্বাধীনতা চাই ================================
লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ২৪ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৩৩:৪৩ দুপুর
আমাদের চার পাশে বিভিন্ন শ্রেণীর মানুষের বসবাস যাদের মধ্যে কেউ আছেন নিজের বেঁচে থাকার জন্য সামান্ন খাবার কিংবা ইজ্জত আব্রু ঢেকে রাখার নুন্নতম পোশাকটুকু পায় না ,
পায় না রাতের আধারে মাথা গোঁজার একটু যায়গা ।
রেল লাইনের পাশে ,মহাসড়কের ডিভাইডারের ওপর কিংবা কোন খোলা আকাশের নিচে অসংখ্য মানুষের রাত্রি যাপনের চিত্র কম বেশি আমাদের সকলের চোখেই পরে ।
অসহায় এসব মানুষের দুর্দশা দেখে ক্ষমতাসীন আর সমাজের অর্থ বিত্তশিলদের ভাবিয়ে না তুললেও আমার মত অনেক বিত্তহীন মানুষের হৃদয়ে হয়ত রক্ত ক্ষরণ হয় ।
যে বয়সে কথা ছিল কাধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কিন্তু সে বয়সে
ছেলেটি কাধে বস্তা নিয়ে কাগজ কুড়াচ্ছে ।
চাইনিজে বসে দামি খাবারের অর্ডার দিয়ে সামান্ন একটু খেয়ে ফেলেদেই ...... ঠিক সেই সময়েই আমার এক ভাই ডাস্টবিনের মধ্যে কুকুরের সাথে পাল্লা দিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে ।
সামাজিক বা পারিবারিক কোন প্রোগ্রামে বা পার্টিতে যাওয়ার সময় আমরা যখন ভাবি কোন ড্রেস টা পরা যায় , আলমিরা ভরা ড্রেস কোনটা পরব ঠিক সেই সময় ই আমাদের এক বোন হয়ত নিজের লজ্জা নিবারনের কাপড়টুকুর জন্য হাহাকার করে বেড়াচ্ছে ।
অসহায় এসব মানুষের জন্য কি আমাদের কিছুই করার নেই ?
মানবতা চাই
অধিকার চাই
স্বাধীনতা চাই
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ ব্যাপারের রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এলেই সমাধান হয়। কিন্তু আমরা কি দেখি? যাকাতের নামে কিছু সস্তা দামের শাড়ি-লুঙ্গী বছরে একবার দেবার প্রতিযোগিতা..এ ক্ষেত্রে পদলদলিত হয়ে নির্মম মৃত্যুও আমাদেরকে বিচলিত করে না। আর খাবারের ব্যাপারেও আপনার সাথে সহমত।
আমি কমেন্ট করছি, কিন্তু আমি কতটুকু করতে পারছি? এই কাজগুলো এককভাবে কখনোই সমাধান করা সম্ভব নয়। তাই বিকল্প কিছু একটা খুঁজে বের করা দরকার।
ধন্যবাদ অনুভূতিতে নাড়া দিয়ে যাবার মত সুন্দর লিখাটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ আপনাকে।
মন্তব্য করতে লগইন করুন