আল্লাহর ভালবাসাই কেবল হৃদয়ে প্রশান্তি দিতে পারে -------
লিখেছেন লিখেছেন শান্ত জুবায়ের ১৭ আগস্ট, ২০১৪, ০৮:১৫:০৬ সকাল
আল্লাহর ভালবাসাই কেবল হৃদয়ে প্রশান্তি দিতে পারে -------
ভালবাসাতো কেবল সেই পেতে পারে যে রহমতের চাদর দিয়ে আমাদের আবৃত করে রেখেছেন ।
জীবনের সব কিছু কেবল তার জন্যই বিসর্জন দেয়া যেতে পারে যিনি পৃথিবীর সকল কিছু শুধুমাত্র আমাদের জন্য সৃষ্টি করেছেন ।
যে আত্মার প্রশান্তি চায় সে তো তার মাবুদের দরবারে সেজদায় অবনত হলেই পারে।
আর যে শীতলতা চায় সেতো তার রাব্বুল আলামিনের নিকটই আশ্রয় গ্রহণ করবে।
প্রচণ্ড খরতাপে প্রিয় মাবুদের দেয়া এক পশলা বৃষ্টি জনজীবনে ক্ষণিকের জন্য হলেও স্বস্তি এনে দিতে পারে ।
আর যিনি তার গোলামের জন্য স্বস্তি এনে দিতে পারেন তিনিই তার কুদরতি ভালবাসার সামেয়ানার নিচে আমাদের আশ্রয় দিতে পারেন ।
বিষয়: বিবিধ
৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন