কানাডায় নিকাবের জয়
লিখেছেন লিখেছেন এ এম ডি ১৯ নভেম্বর, ২০১৫, ০৫:০৫:৫৩ সকাল
কানাডায় জাস্টিন ট্রুডুর নেতৃত্বাধীন নতুন সরকার নিকাব পরার অনুমতি প্রদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে যে আপিল করেছিল তা প্রত্যাহার করে নিয়েছেন । এর ফলে দেশটিকে নিকাব পরা নিয়ে যে জটিলতায় ছিল তার অবসান ঘটল । বিশেষজ্ঞরা এটাকে নিকাবের জয় হিসেবে ধরে নিয়েছেন । কানাডার অ্যাটর্নি জেনারেল যদি উইলসন রেবল্ড সোমবার বলেছেন তিনি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন সরকার আর ওই মামলাটি চালাতে চায় না ।
তিনি অভিবাসনমন্ত্রী জন ম্যাককালামের সাথে দেয়া এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন কানাডার বৈচিত্র্যই তার সবচেয়ে বড় শক্তি । যারাই নাগরিকত্ব পাবেন তারাই কানাডা পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন । আমরা মনে করি মতবিরোধে নয় ঐক্যেই খুশি ।
এর আগে জুনেরা ইসহাক নামের পাকিস্তানি বংশোদ্ভূতের এক মুসলিম নারী হিজাব পরার অধিকার আদায় করেছিলেন কানাডার আদালত থেকে । তিনি তার চোখ দুটি ছাড়া পুরো দেহ ঢেকে রাখেন । আদালত এতে আপত্তিকর কিছু পাননি । কিন্তু এর বিরুদ্ধে পূর্ববর্তী সরকার উচ্চতর আদালতে চ্যালেঞ্জ জানায় । কানাডার জাতীয় নির্বাচনের সামান্য আগে এই ঘটনা ঘটেছিল । বিষয়টি নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলে বলে ধারণা করা হচ্ছে ।
জুনেরা ২০০৮ সালে পাকিস্তান থেকে কানাডা যান । ২০১৩ সালে তিনি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হন । কিন্তু মুখ খুলতে অস্বীকৃতি জানালে তাকে শপথ গ্রহণ করতে দেওয়া হয়নি । পরে তিনি আদালতের দ্বারাস্থ হলে তার পক্ষেই রায় চলে যায় । পরে তিনি ১৯ অক্টোবরের নির্বাচনের ১০ দিন আগে কানাডার নাগরিক হিসেবে শপথ গ্রহণ করেন ।
তথ্যসূত্রঃ ডেইলি সাবাহ
বিষয়: আন্তর্জাতিক
১৪৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন