৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল্য হোক সকল ব্লগারদের প্রাণঢালা অভিনন্দন ।

লিখেছেন লিখেছেন এ এম ডি ২৩ নভেম্বর, ২০১৪, ১২:৫৩:০৭ রাত

আসছে ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসে সকল ব্লগার ভাই বোনদের আন্তরীক ধন্যবাদ ও শুভেচ্ছা একই সাথে প্রাণঢালা অভিনন্দন ।

বাংলা আমার মায়ের ভাষা

বাংলা আমার বাবার ভাষা

বাংলা আমার ভাইয়ের ভাষা

বাংলা আমার বোনের ভাষা

বাংলা আমাদের সকলের প্রিয় ভাষা

তাই বাংলা ব্লগ লেখা আমাদের সকল ব্লগারদের কাছে হয়ে ওঠেছে প্রিয় নেশা ।

কিছু কবিতা কিছু গল্প কিছু নগর সংবাদ কিছু হাঁসি কিছু ফান সব মিলে এক আত্মা হয়ে মিলেছে আমাদের সকল ব্লগারদের মন ।

এই সমমিলিত লেখা কবিতা গল্প লেখক ব্লগার ভাই বোনদের সহৃদয় ভালোবাসার কারনে আজ এ পযন্ত আছতে সক্ষম হয়েছে বাংলা ব্লগ ।

এই ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসে পৃথিবীর সকল বাংলা লেখার ফোরামকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই ।

একই সাথে পৃথিবীর সকল বাংলা ব্লগ প্লাটফরম কৃতপক্ষকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা এবং একই সাথে কৃতজ্ঞতা জানাই তাদেরকে যারা ব্লগ প্লাটফরম খুলেদিয়ে আমাদের লেখার সুযোগ করে দিয়েছেন ।

আমি বাংলায় বলতে শিখেছি

আমি বাংলায় শুনেছি

আমি বাংলায় বুঝেছি ।

আমি বাংলায় পড়েছি।

আমি বাংলায় লেখেছি ।

আমি বাংলায় গীতি কাব্য লেখেছি

আমি বাংলায় সূর করেছি

আমি বাংলায় গান গায়ছি ।

মোদের গর্ব মোদের আসা

এক সাথে সব ভালোবাসা ।

জানাই তোমাদের শত শত সালাম

শত শত তাদের শ্রধাঞ্জলী

শত শত যারা শহিদ হয়েছো

সেসব বীর বাংঙ্গালী ।

মনে অনেক কষ্ট অনেক দুংখ অনেক বেদনা

কি দিয়ে দেবো সমবেদনা ।

হয়ে উঠক এক সাথে সকল বাংলা ব্লগারের বন্ধন

জানিয়ে যাই সকল সহ ব্লগারকে ভাইদের

৬ষ্ঠ বাংলা ব্লগ দিবসের অভিন্দন ।

সকল সহ ব্লগার গণ ৬ষ্ঠ বাংলা ব্লগের অগ্রিম শুভেচ্ছা নিবেন ।

বিদ্রঃ ঢাকার ব্লগার ভাইজানেরা কে কোথায় ব্লগ দিবসের উদ্ধেগ গ্রহন করিলেন তা অবশ্যই জানিয়ে দিবেন অবশ্যই অংশ গ্রহন করিব ।

তবে কিছু নিরাপদ ও গোপনিয়তার ব্যবস্থা যেন রাখা হয় ।

যাতে করে কোন ব্লগারের কোন তথ্য বহি কোন সাংবাদিকের কাছে প্রকাশ না করা হয় । ধন্যবাদ সকল ব্লগার ভাই বোনদের । ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস সফল্য হোক সকল ব্লগারদের প্রাণঢালা অভিনন্দন ।

সকল ব্লগার ভাইদের উসর্গ

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287037
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:১৩
লাথি মার ভাঙ্গরে তালা লিখেছেন : সকল ব্লগার ভাইদের উসর্গ আপনার জন্য Rose


আমি ব্লগে যত টুকু সময় দেই তা আমি এবাদত মনে করে তাকি
287039
২৩ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩৩
যা বলতে চাই লিখেছেন : হ্যাঁ ব্লগে সময় দেয়া আমাদের একটাই তো উদ্দেশ্যে হতে পারে,আল্লাহর দ্বীনের কথা বলা আর আল্লাহর নৈকট্য লাভের সর্বাত্মক চেষ্টা করা। আল্লাহ কবুল করুণ। আমিন।
287129
২৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এখনো ঠিক হয়নি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File