গল্পঃ তোমু
লিখেছেন লিখেছেন এ এম ডি ২৬ অক্টোবর, ২০১৪, ০২:৩৫:১৮ রাত
তোমু ছেলেটি এমন এক ছেলে সত্যয় ওকে দেখলে মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যের অধিকারী বলে মনে হয় । এই ভেবে যে তোমুর মতো একটি ছেলে আমার বন্ধু । সে সব সময় অপরে কল্যাণে নিজেকে উজাড় করে দেয় । সে মনের করে পরের উপকারে নাকী তার সার্থকতা ।
তোমুর মতো ছেলে এ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে । পৃথিবীতে সদ্য ফোটা ফুল যেমন তার চার পাশে সৌন্দর্য বিলিয়ে দেয় মহান আল্লাহু আমার বন্ধু তোমুরে সে ধরনের তৌফিক দান করুক সে যেন সব সময় সকলের কল্যানে সকলের পাশে গিয়ে দাড়াতে পারে ।
এইতো সে দিন এক ব্যক্তি গ্রামের বাড়ি যাবে ভাড়া নাই অথচ সেদিন সে না গেলে নয় কারন বাড়ি থেকে সংবাদ এসেছে লোকটির বাবা অনেক অসুস্থ ।লোকটি পরে তোমুর কাছে আসলো তোমুর কাছেও সেদিন টাকা ছিলো না ।
তোমুর গলায় তার শশুর বাড়ি থেকে দেওয়া একটি স্বর্ণের চেইন ছিলো সেই চেইনটাকে এক অলংকারের দোকানে জমা রেখে একমাসের জন্য তিন হাজার টাকা নিয়ে বিপদে পড়া লোকটির হাতে দেন এবং তাকে বাড়িতে যেতে বলেন । সত্য বলছি তোমু তুই একজন অসাধারন মানুষ ।
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন