গল্পঃ তোমু

লিখেছেন লিখেছেন এ এম ডি ২৬ অক্টোবর, ২০১৪, ০২:৩৫:১৮ রাত

তোমু ছেলেটি এমন এক ছেলে সত্যয় ওকে দেখলে মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যের অধিকারী বলে মনে হয় । এই ভেবে যে তোমুর মতো একটি ছেলে আমার বন্ধু । সে সব সময় অপরে কল্যাণে নিজেকে উজাড় করে দেয় । সে মনের করে পরের উপকারে নাকী তার সার্থকতা ।

তোমুর মতো ছেলে এ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে । পৃথিবীতে সদ্য ফোটা ফুল যেমন তার চার পাশে সৌন্দর্য বিলিয়ে দেয় মহান আল্লাহু আমার বন্ধু তোমুরে সে ধরনের তৌফিক দান করুক সে যেন সব সময় সকলের কল্যানে সকলের পাশে গিয়ে দাড়াতে পারে ।

এইতো সে দিন এক ব্যক্তি গ্রামের বাড়ি যাবে ভাড়া নাই অথচ সেদিন সে না গেলে নয় কারন বাড়ি থেকে সংবাদ এসেছে লোকটির বাবা অনেক অসুস্থ ।লোকটি পরে তোমুর কাছে আসলো তোমুর কাছেও সেদিন টাকা ছিলো না ।

তোমুর গলায় তার শশুর বাড়ি থেকে দেওয়া একটি স্বর্ণের চেইন ছিলো সেই চেইনটাকে এক অলংকারের দোকানে জমা রেখে একমাসের জন্য তিন হাজার টাকা নিয়ে বিপদে পড়া লোকটির হাতে দেন এবং তাকে বাড়িতে যেতে বলেন । সত্য বলছি তোমু তুই একজন অসাধারন মানুষ ।

বিষয়: বিবিধ

১০৪২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278182
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১৮
বৃত্তের বাইরে লিখেছেন : তোমুর মত এমন কয়জন করে? আপনি একজন ভাল বন্ধু পেয়েছেন। ভাল লাগল Good Luck Good Luck
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৪
222026
এ এম ডি লিখেছেন : লেখা পাঠে ও মন্তব্যে ধন্যবাদ ভালো থাকবেন
278209
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৮:২৩
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৫
222027
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ প্রিয় মামুন ভাই
278316
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৩
বুড়া মিয়া লিখেছেন : তোমু-তো অনেক ভালো দেখা যাচ্ছে ...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File