এডিস নামক ডেঙ্গুজ্বর থেকে নিজে বাচুঁন অন্যকে বাচাঁন

লিখেছেন লিখেছেন এ এম ডি ২০ অক্টোবর, ২০১৪, ০৯:০৪:৪৭ রাত

আজ আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বা আমার এ লেখা তা আপনেরা আমার লেখার শিরোনাম দেখে বুঝতে পেড়েছেন ।আমাদের সকলকে ডেঙ্গুজ্বরে থেকে দুরে থাকার কিছু সচেতনতার বিষয় সম্পর্কে জানতে হবে ।

আজকাল আমাদের দেশে যে ভাবে ডেঙ্গুজ্বরের প্রভাব দেখা দিচ্ছে তাতে মনে হয় যে কোন সময় যে কারো ডেঙ্গুজ্বর হোতে পারে । তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। মশা ছোট প্রানী কিন্তু সে ছোট হলেও কাজ করে কিন্তু বড় ।

কি বিশ্বাস হলো না তাইতো একটু ভেবে দেখুন একটি মশা আপনার আমার শরীরের যে কোনো একটি অংশের সমতুল্য নয় অথচ ঐ মশার কামড়ে ডেঙ্গুজ্বর হয় আর ডেঙ্গুজ্বর হওয়ার কারণে আমরা শতশত মানুষ মারা যাচ্ছি । তাহলে কি দাড়ালো ফাইনালে মশা একটি কী মশা একটি প্রাণঘাতী প্রাণী ।

আচ্ছা আমারা সবাইতো কম আর বেশি জানি কোন মশা কামড় দিলে ডেঙ্গুজ্বর হয় তার নাম কী না কী বলেন আপনেরা । নাহ আমার মনে হয় অনেকে আমরা জানি না জানলে অবশ্য আপনেরা হাত তুলতেন ও সরি সরি এটাতো ব্লগ আমার ভুল হয়েছে এটা যে সেমিনার না সেটা আমার মনেই নাই ।

যাই হোক মূল আলোচনায় যাওয়ার আগে কিছু কথা বলে নেই যেমন ধরেন এইযে আমি এখন যেখানে বসে এই ব্লগটি লেখতেছি মানে এখনো বুঝেন নাই ভাই সাহেবেরা আরে আমার ঘরের কথা বলছি । বিয়ে করেছি ঘরে স্ত্রী আছে আল্লাহর রহমতে আমার দুই জননী এক জননীর বয়স চলছে ৮ বছর আরেক জনের চলছে ৪ বছর । কি ভাই বুঝতে ভুল হচ্ছে আরে ভাই এই দুজন আমার বাপের শেষ বয়সের লাঠি । আমার দুই মেয়ে ।

যাই হোক যে কথা বলতে ছিলাম ঘরে যেকারণে স্ত্রী সন্তান আছে সে কারণে এত রাতে তো আর কাজ ছাড়া বাহিরে থাকা যায় না । যেহেতু বাহিরে কাজ নাই সেহেতু আমি ঘরে বসেই ব্লগ লেখছি ।

এখন এখানে আমাকে যে ভাবে মশা কাড়াচ্ছে আর যে সংখ্য মশা তাতে গুনে শেষ করা যাবে না । আর কোন টি সাধারণ মশা বা কোনটি এডিস মশা তা বুঝার কারো কোনো উপায় নাই । বিশেষ করে প্রতি বছর ঈদুল আযাহ শেষ হোলে মশার আক্রমন মনে হচ্ছে বেশি শুরু হয় ।

মনে হয় মানুষের সাথে সাথে গরুর মাংস ও গরু রক্ত খেতে মশায় বেশি পছন্দ করে । আর এই গরুর মাংস রক্ত খেয়ে মশার পাওয়ার বেড়ে যায় ।

তাই আমাদের আগে মশার উৎপাদন কিভাবে কমানো যায় সে দিকে নজর রাখতে হবে ।

আসুন এবার মূল কথায় যাওয়া যাক ।

আমরা অনেকে ভাল করে জানি একমাত্র এডিস মশাই কিন্তু ডেঙ্গুর জীবাণু বহন করে । প্রশ্ন হচ্ছে এডিস মশা চিনবেন কেমন করে । আসুন তাও জেনে নেই কি করে এডিস মশা চিনবো । এডিস মশা সাধারনত তার গায়ের রং দেখতে অনেকটা গাঢ় কালো বা নীলাভ কালো রংঙ্গের হয়ে থাকে । এর গায়ে সাদা কালো ডোরা কাটা দাগ আছে ।

এডিস মশা সাধারণত দিনের প্রথম ও দিনের শেষ ভাগে কামড়ায় ।

এবার আসুন জেনে নেই এই এডিস মশার উৎপাদন হয় কোন কোন স্থান থেকে ।

আপনার আমার বাড়ির চার পাশে যেমনঃ ফুলের টব –পুরান খালি টায়ার-নারিকেলের মালায়-খালি টিন-ইত্যাদিতে অনেক ধরে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে এবং তার বংশ বৃদ্ধি করে ।

আর এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গুজ্বরের ভাইরাস আমাদের সকলের শরীরে প্রবেশ করে ।

তাই আমাদের লক্ষ রাখতে হবে আমাদের বাড়ির কোনো ফাকা জায়গায় অনেক দিন ধরে কোন পানি জমে আছে কিনা থাকলে অবশ্যয় সে স্থান গুলো চিহ্নিত করতে হবে এবং দ্রুত সে স্থান গুলো পরিষ্কার বা সংরক্ষণ করিতে হবে ।

তাহলে আমরা এডিস নামক মশা ও ডেঙ্গুজ্বর থেকে অনেকটা রক্ষা পাবো ।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276470
২০ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৬
ফেরারী মন লিখেছেন : চমৎকার শিক্ষনীয় পোষ্ট। আশা করি সবাই সচেতন হবে। যদিও অনেক কিছুই জানি তবুও নতুন দেওয়াতে আরো ভালো হলো যে সবাই জানতে পারবে।
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:১৫
220451
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ ফেরারীমন ভাইয়া । ভালো থাকুন
276495
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:০৯
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:১৭
220457
আফরা লিখেছেন : আফরা কি কখনো ভাইয়াদের নাম হয় নাকি ?
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৩০
220465
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ আফরা আপু । ভালো থাকুন ।
আর হ্যা আপু আমার ভুল হয়েগেছিলো ।
সরি আপু ক্ষমা করে দিবেন ।
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
220468
আফরা লিখেছেন : সরি হওয়ার কিছু নেই, সামনে যেন এরকম ভুল না হয় ।
276506
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৪০
বুড়া মিয়া লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১৫
220492
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ বুড়া দাদু
276508
২০ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৩
ছিঁচকে চোর লিখেছেন : Rose Rose Rose Rose Rose
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১৫
220493
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ
276516
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:০০
মামুন ইসলাম ৃন লিখেছেন : অসাধারন
২০ অক্টোবর ২০১৪ রাত ১১:১৬
220494
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ
276551
২১ অক্টোবর ২০১৪ রাত ০২:৩১
আবু সাইফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
I Don't Want To See I Don't Want To See

স্মরণ করিয়ে দিলেন,

অনেক ধন্যবাদ, Rose জাযাকাল্লাহ Praying
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৬
220639
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
276586
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:০৬
কাহাফ লিখেছেন :
সচেতনতা-সতর্কতা অনেক অনাহুত বিষয় থেকেই আমাদের কে দুরে রাখতে পারে।
সুন্দর একটি উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে..... Rose
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৫
220636
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
276601
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:১৭
নিরবে লিখেছেন : ধন্যবাদ ভালো লাগলো অনেক
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৬
220638
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
276649
২১ অক্টোবর ২০১৪ সকাল ১০:৪৪
এ এম ডি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
১০
276691
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৭
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File